পেরোসেভিচ ফিরছেন আজকের ম্যাচে

0

সপ্তাহের প্রথম দিনেই মাঠে নামছে লাল হলুদ। মারিও রিভেরার দলের প্রতিপক্ষ হায়দরাবাদ। প্রথম পর্বে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে এক পয়েন্ট পকেটে পুরেছিলো লাল হলুদ। এবার পরিস্থিতি বদলেছে। কোচের চেয়ারে মারিও বসেছেন। গোয়া কে হারিয়ে এসসি ইস্টবেঙ্গল জয়ে ফিরেছে। অনেকটা আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে দল।১২ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে দশ নম্বরে রয়েছে লাল-হলুদ। চলতি আইএসএল-এ এই হায়দরাবাদের বিরুদ্ধে ১-১ গোলে মাঠে ছেড়েছিল লাল-হলুদ। তবে এ বার জয় চাইছেন মারিও। 
এদিন সাংবাদিক সম্মেলনে মারিও বলেন," হায়দরাবাদ এই লিগের অন্যতম সেরা দল। ওদের আক্রমণ ও রক্ষণে খুব ভালো ভারসাম্য রয়েছে। ওদের খুব ভালো একজন কোচ রয়েছেন যিনি দ্রুত ও আক্রমণ ভিত্তির ফুটবল খেলান এবং এই দলে বার্তোলোমেউ ওগবেচের মত লিগের সর্বোচ্চ গোলদাতা রয়েছেন। কঠিণ প্রতিপক্ষ, কিন্তু এই ম্যাচে লড়াইয়ের জন্য তৈরি আমরা।"
এসসি ইস্টবেঙ্গলের পক্ষে সব থেকে বড় আশার কথা হল, উইঙ্গার আন্তোনিয়ো পেরোসেভিচ ফিরছেন হায়দরাবাদ ম্যাচে। রেফারির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার জন্য পাঁচ ম্যাচ নির্বাচিত হয়েছিলেন তিনি। সেই নির্বাসন ইতিমধ্যেই শেষ। এখনও পর্যন্ত এসসি ইস্টবেঙ্গলের হয়ে দু'টি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন তিনি। এ ছাড়াও ন'টি সুযোগ তৈরি করেছেন, যা সত্যিই ঈর্ষণীয়।সোমবার হায়দরাবাদের বিরুদ্ধে দুই অস্ত্র  আন্তোনিও পেরোসেভিচ ও মার্সেলোকে  মাঠে নামিয়ে দিতে চাইছেন স্প্যানিশ কোচ। মারিয়ো বলেছেন, 'পেরোসেভিচ ফেরায় দল আরও শক্তিশালী হবে। ও দুর্দান্ত ফুটবলার। গতি আছে। গোল এবং অ্যাসিস্ট দুটোই করতে পারে। তাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফুটবলার ও। মার্সেলোও খেলবে কাল। তবে প্রথম একাদশে থাকবে নাকি বিরতির পর নামানো হবে, তা এখনও ঠিক করিনি।'
কোভিদের পর রিপোর্ট নেগেটিভ এসেছে হীরা মন্ডলের। তিনিও রবিবার অনুশীলন করেছেন।। ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্সেলো পুরো দমে অনুশীলন করেছেন।। মারিও নিশ্চই বড়ো ম্যাচের আগে মার্সেলোকে দেখে নেবেন। সুতরাং ম্যাচ জমানোর অনেক মশলা মজুত রয়েছে। হায়দরাবাদ প্রেসিং ফুটবল খেলে। মারিও ও রক্ষণের খোলসে ঢুকে পড়বেন না। পাল্টা ঝটকায় হায়দরাবাদ দুর্গে ভাঙ্গন ধরাতে চান সুপার মারিও।


Post a Comment

0Comments

Post a Comment (0)