তরুনদের বেশি সুযোগ প্রাপ্য, গাভাস্কার

0

ভারতীয় দলে  বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার সুযোগ পেয়েছেন এর মধ্যে রয়েছেন রবি বিশনয়, দীপক হুদার মতো ক্রিকেটার। যারা ভালো পারফরমেন্স করেছেন গত বার আইপিএলে।  তরুণ ক্রিকেটারদের হয়েছে জোরালো সওয়াল করলেন সুনীল গাভাস্কার। সাক্ষাত্কারে গাভাস্কর বলেন, " সূর্য্কুমার, ঈশান কিষান,এই ক্রিকেটার তাদের ভাল পারফরম্যান্সে খেলার দাবি আরও জোরাল করেছে। হতে পারে ম্যাচটি ডেড রাবার ছিল, কিন্তু ওদের জন্য নয়। ওদের কাছে ওটা সুযোগ ছিল নিজেরা কী পারে সেটা দেখানোর। ওরা জানত যে, দক্ষিণ আফ্রিকা হোয়াইটওয়াশ করার জন্য মুখিয়ে আছে। ফলে ওদের ওপর চাপ থাকবে। কিন্তু তার মধ্যে দিয়েও ওরা খুব ভাল খেলেছে। এই নিয়ে কোনও প্রশ্নই নেই। এই কারণেই ভবিষ্যত্য়ে ওদের ওপর বিনিয়োগ করা হোক
তৃতীয় ওয়ানডে ম্যাচে সূর্যকুমার ৩২ বলে ঝকঝকে ৩৯ রানের ইনিংস খেলেন। চারটি চার ও একটি ছয় হাঁকান তিনি। অন্য়দিকে প্রসিদ্ধ ৫৯ রান দিয়ে তুলে নেন তিন উইকেট।
 ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি এবং স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এই দলে নেই। এদিকে বিরাটকে তিন মাস বিশ্রামের পরামর্শ রবি শাস্ত্রীর ।
সম্প্রতি পারিস্তানের প্রাক্তন স্পিড স্টার শোয়েব আখতারের ইউটিউব চ্য়ানেলে সাক্ষাত্কার দিয়েছিলেন রবি শাস্ত্রী। সেখানে শোয়েব আখতারের সঙ্গে আলোচনা প্রসঙ্গে উঠে আসে বিরাট কোহলির কথা। তখন রবি শাস্ত্রী বলেন,'কোহলিকে বুঝতে হবে, ওর ৩৩ বছর বয়স হয়ে গিয়েছে ঠিকই। কিন্তু এখনও পাঁচ বছর ক্রিকেট ওর মধ্যে বাকি রয়েছে। যদি শান্ত থাকতে পারে, নিজের ব্যাটিংয়ে ফোকাস করতে পারে, ম্যাচ ধরে ধরে এগোতে পারে এবং ক্রিকেট খেলাটা থেকে কিছুটা বিরতি নিতে পারে, তা হলে এখনও অনেক কিছু দেখার বাকি রয়েছে ওর। আমার মনে হয়, ও যদি দু'-তিন মাস ক্রিকেট থেকে বিরতি নেয়, যদি একটা সিরিজ না খেলে, তা হলেই অনেক উন্নতি করতে পারবে।' 

একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করল ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। প্রায় আড়াই বছর পর একদিনের আন্তর্জাতিক সিরিজের দলে ফিরলেন পেসার কেমার রোচ। এছাড়া দলে ফেরানো হয়েছে এনক্রুমা বোনার ও ব্র্যান্ডন কিংকে। ওয়েস্ট ইন্ডিজের মুখ্য নির্বাচক ডেসমন্ড হেনেস এক বিবৃতিতে বলেছেন, 'রোচ আমাদের অন্যতম সেরা জোরে বোলার। দ্রুত ভারতের উইকেট তুলতে ওর মতো বোলারই আমাদের দরকার। তা ছাড়া আমরা চাই, দলের মধ্যে সুস্থ প্রতিযোগিতা রাখতে। এমন জায়গায় যেতে চাই যেখানে একটা জায়গার জন্য অনেকে লড়াইয়ে থাকবে।'কেমার রোচ শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৯-এর অগাস্টে। পোর্ট অফ স্পেনে সেই ম্যাচ ছিল ভারতের বিরুদ্ধেই। তিনি এখনও পর্যন্ত ৯২টি একদিনের ম্যাচ খেলেছেন। সম্প্রতি একদিনের ম্যাচ না খেললেও, নিয়মিত টেস্ট ম্যাচ খেলছেন এই পেসার। ফলে ছন্দে আছেন তিনি।

Post a Comment

0Comments

Post a Comment (0)