একদিনের সিরিজ হারল ভারত

0

টেস্টের পর এবার একদিনের সিরিজেও হার ভারতের। দ্বিতীয় ম্যাচে   উইকেটে জিতে ঘরের মাঠে সিরিজ পকেটে পুরলো প্রোটিয়ারা। 
প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে২৮৭ রান তোলে ভারত।।
ভারতের ইনিংসকে টানলেন কেএল রাহুল ও ঋষভ পন্থ। তৃতীয় উইকেটের জুটিতে ১১৫ রান যোগ করে ভারতকে লড়াইয়ে ফেরালেন। ৬৪ রানের মধ্যেই ২ উইকেট হারায় ভারত। ধাওয়ান ও কোহলি ফিরে গিয়েছিলেন। তারপরই জুটি বাঁধেন রাহুল ও পন্থ। দলের ইনিংসকে টেনে নিয়ে যান ১৭৯ পর্যন্ত। প্রথমে আউট হন রাহুল। ব্যক্তিগত ৫৫ রান করে ফিরে যান সাজঘরে। পরের ওভারেই ৭১ বলে ৮৫ রানের ইনিংস খেলে আউট হন পন্থ। দুজনে মিলে ভারতকে বড় রানের স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু তাঁরা ফিরে যাওয়ার পর আবার চাপে পড়ে যায় ভারত। এদিন ৮৫ রান করার সঙ্গে সঙ্গে রাহুল দ্রাবিড়কে টপকে গেলেন পন্থ। কোনও ভারতীয় উইকেটরক্ষক হিসাবে দক্ষিণ আফ্রিকায় একদিনের ম্যাচে করলেন সর্বোচ্চ রান। এর আগে ২০০১ এ ডারবানে দ্রাবিড় করেছিলেন ৭৭ রান। সেটিই এতদিন দক্ষিণ আফ্রিকায় কোনও ভারতীয় উইকেটরক্ষকের সর্বোচ্চ রান ছিল। 
জবাবে ব্যাট করতে নেমে উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ফলে সিরিজের শেষ ম্যাচ এখন নিয়ম রক্ষার। 
 এদিন শূন্য রানে আউট হলেন কোহলি। একদিনের ক্রিকেটের কেরিয়ারে ১৪ বার আউট হলেন কোনও রান না করে। আর এর ফলে তিনি টপকে গেলেন রাহুল দ্রাবিড় ও কপিল দেবকে। এই দু'জনই একদিনের ক্রিকেটে ১৩ বার আউট হয়ে ছিলেন শূন্য রানে। কেশব মহারাজের বলে তেম্বা বভুমাকে ক্যাচ দিয়ে দ্রাবিড় ও কপিলের এই খারাপ নজির টপকে গেলেন কোহলি। পাশাপাশি একদিনের ক্রিকেটে স্পিনারের বলে এই প্রথম কোনও রান না করে আউট হলেন। গত ৬৪ আন্তজার্তিক ইনিংসে কোনও শতরান করেননি তিনি। এই সময়ের মধ্যে ৭ বার আউট হয়েছেন শূন্য রানে।

Post a Comment

0Comments

Post a Comment (0)