জয় পেলেন নাদাল, বিদায় ওসাকার

0

Satsakal.com
অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোয় পৌঁছে গেলেন রাফায়েল নাদাল। স্পেনের কার্লোস আলকারেজের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে পরবর্তী রাউন্ডে ইতালির টেনিস তারকা। ১৮ বছরের আলকারেজকে হারাতে নাভিঃশ্বাস উঠে যায় উইম্বলডন রানার্স আপের। ৪ ঘণ্টা ১০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুটো সেট গড়াল টাইব্রেকারে। খেলার ফল ৬-২, ৭-৬, ৪-৬, ২-৬ ও ৭-৬।

এই নিয়ে ১৫ বার। 
অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম অঘটন হল শুক্রবার। মহিলাদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন গত বারের বিজয়ী নেয়োমি ওসাকা। শুক্রবার অবাছাই আমেরিকান আমান্ডা অ্যানিসিমোভার কাছে হারেন তিনি।
প্রথম গেমে ৬-৪ জিতেছিলেন ওসাকা। বেশ ছন্দেই ছিলেন। তখনও মনে হয়নি এই রাউন্ডেই তাঁর লড়াই শেষ করে দেবেন আমান্ডা। দ্বিতীয় রাউন্ডে ওসাকাকে দাঁড় করিয়ে ৬-৩ জিতে নিয়েছিলেন সেটটা। তৃতীয় সেটটাও শেষ পর্যন্ত ৭-৬ জিতে নেন আমান্ডা। ১-১ হওয়ার পর ওসাকা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন।  নির্নায়ক তৃতীয় সেটে দুরন্ত প্রতিদ্বন্দ্বিতার সাক্ষী হয়েছেন মার্গারেট কোর্ট এরিনার দর্শকরা। ৪-৫ ব্যবধানে পিছিয়ে পড়া অবস্থায় দুটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়েছিলেন আসিনিমোভা। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে আসিনিমোভার পাওয়ার গেমের সামনে অসহায় আত্মসমর্পন করেছেন ওসাকা। ৭-৬ (১০/৫) ব্যবধানে তৃতীয় সেট ও ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডের ছাড়পত্র আদায় করেছেন বিশ্বের ৬০ নম্বর আসিনিমোভা। 

শেষ ষোলোয় শীর্ষ বাছাই অ্যাশলে বার্টি। স্ট্রেট সেটে জিতে চতুর্থ রাউন্ডে অস্ট্রেলিয়ান টেনিস তারকা। হারালেন ইতালির ক্যামিলা জিওর্জিকে খেলার ফল ৬-২, ৬-৩। রড লেভার এরেনাতে বার্টির ৬১ মিনিটের ঝড়ের সামনে উড়ে যান ক্যামিলা জিওর্জি।

Post a Comment

0Comments

Post a Comment (0)