জয় যেন কিছুতেই আসছে না। দলের খেলায় হতাশ ইস্টবেঙ্গল কোচ মানোলো দিয়াজ। গোয়ার বিরুদ্ধে হারের পর লাল হলুদ কোচ বললেন, আরও অনুশীলন করতে হবে আমাদের এবং নিজেদের স্তর আরও বাড়াতে হবে।
ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে ইস্টবেঙ্গল কোচ বলেন, আমাদের আরও অনুশীলন করতে হবে এবং নিজেদের স্তর আরও বাড়াতে হবে, আর বড় ভুল করা চলবে না। আমরা অনেক ভুল করেছি। সেই ভুল কাজে লাগিয়েই এফসি গোয়া পর পর গোল করেছে। আমাদের খেলায় আরও উন্নতি করতে হবে। এত ভুল করলে চলবে না।"
এদিকে লাল-হলুদ কোচ দিয়াজের দল নির্বাচন নিয়ে উঠছে অনেক প্রশ্ন। কেন প্রতি ম্যাচে প্রথম এগারো সুযোগ পাচ্ছেন ডিফেন্ডার রাজু গায়কোয়ারড?
এদিকে, প্রায় সবার অলক্ষ্যে বিয়ে করে ফেললেন জাতীয় দলের রক্ষণের মেরুদণ্ড সন্দেশ ঝিঙ্ঘান ।
বিয়ে করলেন তাঁর রাশিয়ান বান্ধবী ইভাঙ্কা পাভলোভা -কে। পরিণতি পেল দু'জনের প্রেম।
ইনস্টাগ্রামে সন্দেশের সঙ্গে ছবি পোস্ট করেছেন পাভলোভা। সেই পোস্টে তিনি লেখেন, 'ধন্যবাদ, আমার ভালবাসা, প্রতিটি দিনের সুখ ও আনন্দের জন্য, তোমার প্রতিমুহূর্তের সমর্থন ও শক্তির জন্য, আত্মবিশ্বাস ও ভালবাসার জন্য। তুমি আমার স্বামী, যে এককথার মানুষ, যে পরিবারকে রক্ষা করে। আমার নায়ক, আমার আনন্দ, ভালবাসার মানুষ। তুমি আমার জন্য যা করেছ তার জন্য আমি কৃতজ্ঞ। আমি সব সময়ে তোমার পাশে রয়েছি। আমি তোমাকে ভালবাসি।'