একদিনের দলে অধিনায়ক রোহিতই

0

জল্পনাই সত্যি হল। একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলী। নতুন অধিনায়ক করা রোহিত শর্মাকে। বুধবার টুইট করে এ খবর সরকারি ভাবে জানিয়ে দিয়েছে বিসিসিআই। ফলে দক্ষিণ আফ্রিকা সফরে একদিনের সিরিজে অধিনায়ক হতে চলেছেন রোহিতই। শুধু তাই নয়, আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দলেরও সহ-অধিনায়ক করা হয়েছে রোহিতকে।
কোহলী যে দিন থেকে টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়েছিলেন, সে দিন থেকেই জল্পনা শুরু হয়ে যায় যে একদিনের ক্রিকেটেও তাঁকে হয়তো আর অধিনায়ক রাখা হবে না। কোহলী যদিও নিজের মুখে কিছু বলেননি। তবে এটা কার্যত স্পষ্ট হয়ে যায় যে তাঁকে শুধু টেস্ট দলের অধিনায়ক রাখতেই আগ্রহী দল পরিচালন সমিতি। তখন থেকেই রোহিতকে কোহলীর উত্তরসূরি ভাবা হচ্ছিল। বুধবার তাতেই সীলমোহর দিলেন নির্বাচকরা।
এদিকে,   নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করার পুরস্কার পেলেন ভারতের এক নম্বর অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। নিউজিল্যান্ড সিরিজে ভালো পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ অশ্বিন ৪৩ রেটিং পয়েন্ট সংগ্রহ করেছেন এবং আইসিসি প্রকাশিত পুরুষ বিভাগের টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় অলরাউন্ডার জেসন হোল্ডারের ঠিক পেছনে পৌঁছে গিয়েছেন।অশ্বিনের পয়েন্ট ৩৬০। এক্ষেত্রে তিনি পিছনে ফেললেন তারই সতীর্থ রবীন্দ্র জাদেজাকে। চতুর্থ স্থানে রয়েছেন জাদেজা। টেস্ট অলরাউন্ডারের তালিকায় শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। দীর্ঘদিন ক্রিকেট থেকে বিরতি সারার পর অ্যাশেজ সিরিজে ফিরে আসা ইংরেজ অলরাউন্ডার বেন স্টোকস রয়েছেন তিন নম্বরে। পাঁচ নম্বরে নিজের স্থান বজায় রেখেছেন বাংলাদেশের শাকিব আল হাসান।
কানপুরে একটি মাঝারি মানের পারফরম্যান্সের পর, ময়ঙ্ক মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের উভয় ইনিংসে ১৫০ এবং ৬২ রানের ইনিংস খেলেন। টার্নিং পিচে মায়াঙ্কের দুর্দান্ত ইনিংস ভারতকে দ্বিতীয় টেস্ট জিততে এবং ১-০ তে সিরিজ জয় করতে সাহায্য করেছিল। পুরুষদের র্যাঙ্কিংয়ে সর্বশেষ সাপ্তাহিক আপডেটে মায়াঙ্ক ৩০ ধাপ এগিয়ে ১১ তম স্থানে উঠে এসেছেন।
ঘরের মাঠে অক্ষর প্যাটেলের লেফট আর্ম স্পিন সাম্প্রতিককালে ভারতের অন্যতম শক্তি হয়ে দাঁড়িয়েছে। তবে জাদেজা এবং অক্ষরকে ছাড়াই দক্ষিণ আফ্রিকা সফরের দল নির্বাচন করা হলে, স্পিন বিভাগে বেশ সমস্যায় পড়তে পারে ভারত। তবে অক্ষরকে বাইরে রাখতে হলে ভারতীয় নির্বাচকদের কাছে জোর অপশন- শাহবাজ নাদিম এবং সৌরভ কুমার। সৌরভ বর্তমানে ভারতীয়-এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরেই খেলছেন।মুম্বই টেস্টে জাদেজার অনুপস্থিতির কারণের জন্য হাতে ফুলে যাওয়া-র কথা উল্লেখ করা হয়েছিল বিসিসিআইয়ের প্রেস রিলিজে। ঘরের মাঠে স্বপ্নের অভিষেক ঘটানো অক্ষর প্যাটলের স্ট্রেস ফ্র্যাকচার পুরোপুরি রিকভারি করতে নূন্যতম ছয় সপ্তাহ লাগবেই।
ভারতের এক দিনের দলের অধিনায়ক কে হবেন? বিরাট কোহলীর উপরেই ভরসা রাখা হবে? নাকি টি২০-র পরে রোহিত শর্মাকেই এক দিনের অধিনায়ক করা হবে?
সিদ্ধান্ত নিয়ে দোটানায় নির্বাচকরা। এখনও কিছুটা সময় নিতে চাইছেন তাঁরা। তাই চলতি সপ্তাহেই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য টেস্ট দল ঘোষণা করা হলেও এক দিনের দল কিছু দিন পরে ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।রাহানে-পূজারা ইস্যু নিয়ে যখন চাপের অন্ত নেই, তখন আবার চোটের কালো ছায়া বিরাট কোহলির টিমের উপর। যা পরিস্থিতি, তাতে চার ক্রিকেটারকে নিয়ে রীতিমতো দ্বিধায় নির্বাচক কমিটি। রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, শুভমন গিল ও ইশান্ত শর্মার চোট রয়েছে। এই চার ক্রিকেটার টেস্ট টিমে সুযোগ পাবেন কিনা, তাই দেখার। চার ক্রিকেটারের মধ্যে অন্তত দু'জনের চোট বেশ ভালোই। মাসখানেক সময় লাগতে পারে ফিট হতে। এই অবস্থায় তাঁদের দক্ষিণ আফ্রিকা সফরে পাঠাতে আগ্রহী নন নির্বাচকরা।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বোর্ডের এক আধিকারিক তাদের জানিয়েছেন, এক দিনের অধিনায়কত্ব খুব গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচকদের একটা অংশ চাইছেন রোহিতের কাঁধেই সাদা বলের ক্রিকেটের দায়িত্ব দিতে। কিন্তু তার আগে কোহলীর সঙ্গে কথা বলে তাঁর বক্তব্য শুনতে হবে। রোহিত কী চাইছেন সেটা জানাও জরুরি। তাই দেরি হচ্ছে।

Post a Comment

0Comments

Post a Comment (0)