লিয়ঁ-র রেকর্ড , অ্যাশেজের শুরুতেই এগিয়ে গেল অস্ট্রেলিয়া

0

অ্যাশেজের প্রথম টেস্টে সহজ জয় পেল অস্ট্রেলিয়া। ব্যাটিং ব্যর্থতার জেরে শুরুতেই পিছিয়ে পড়ল রুট বাহিনী। 
তৃতীয় দিনের শেষে রুট এবং ডেভিড মালান জুটি ইংল্যান্ডকে ভরসা জোগালেও চতুর্থ দিনের শুরু থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্রিটিশ বাহিনী। গতকাল ৮৬ রানে অপরাজিত ছিলেন রুট এবং ৮০ রানে অপরাজিত ছিলেন ডেভিড মালান। সেখান থেকে চতুর্থ দিনে ৮২ রানে আউট হয়ে ফিরে যান মালান। নাথান লিওন মালানকে ফিরিয়ে তাঁর টেস্ট কেরিয়ারের ৪০০ তম উইকেটটি তুলে নেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১৭ তম বোলার হিসেবে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন নাথান।
মালান ফিরে যাওয়ার পর একে একে ইংল্যান্ডের মিডল অর্ডারে ধস নামে। রুট ফিরে যান ৮৯ রান করে। ওলি পোপ (৪),বেন স্টোকস (১৪), জস বাটলাররা দাঁড়াতেই পারেননি (২৩)। সবমিলিয়ে চতুর্থ দিনের প্রথম সেশনেই ২৯৭ রানেই শেষ হয় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে।

শেন ওয়ার্নের পর অস্ট্রেলীয় ক্রিকেটে সবচেয়ে সফল স্পিনার ন্যাথন লিয়। অন্তত পরিসংখ্যান সেটাই বলছে। অ্যাশেজের প্রথম টেস্টে ৪ উইকেট দখল করে লিয়ঁ এমন এক মাইলস্টোনে পৌঁছে গেলেন, যা এশিয়ার বাইরে করতে পেরেছেন মাত্র দু' জন স্পিনার।
অজিদের হয়ে ১০১ তম টেস্টে ৪০০ উইকেটের গণ্ডি পেরিয়ে গেলেন লিয়ঁ। অ্যাশেজের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে ডেভিড মালানের উইকেট শিকারের সঙ্গে সঙ্গেই ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন তিনি। এর আগে যে ক'জন স্পিনার এই ক্লাবে নাম তুলেছেন, তাঁরা হলেন হরভজন সিং, রবিচন্দ্রন অশ্বিন, রঙ্গনা হেরাথ, অনিল কুম্বলে, শেন ওয়ার্ন এবং মুথাইয়া মুরলীধরন। অর্থাত্, শেন ওয়ার্ন ছাড়া এশিয়ার বাইরের আর একমাত্র স্পিনার হিসাবে ৪০০ উইকেটের ক্লাবে নাম লেখালেন লিয়ঁ।পাশাপাশি,অভিষেক টেস্ট স্মরণীয় করে রাখলেন অ্যালেক্স ক্যারে । ব্রিসবেনের গাবায় দেশের হয়ে সাদা জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নেমেই ক্রিকেট ইতিহাসে নিজের নাম লিখিয়ে নিলেন অজি উইকেটকিপার-ব্যাটার। প্রথম অ্যাশেজ টেস্টেই রাখলেন ছাপ। শনিবার ক্যারে বিশ্বের প্রথম উইকেটকিপার হিসাবে ৮ টি ক্যাচ (দুই ইনিংস মিলিয়ে) নেওয়ার অনন্য মাইলস্টোন স্থাপন করলেন।
যা এর আগে বিশ্বের কোনও উইকেটকিপার পারেননি। ক্যারের আগে টেস্ট অভিষকারী উইকেটকিপার হিসাবে সর্বোচ্চ সাতটি ক্যাচ নেওয়ার নজির আছে ৬ জন ক্রিকেটারের। তাঁর মধ্যে রয়েছেন ভারতের ঋষভ পন্থও ।
যান্ত্রিক গোলযোগ অ্যাশেজে। চতুর্থ দিনের শুরুতে বিদ্যুত্ বিভ্রাটের জেরে বেশ কিছু ক্ষণ টেলিভিশনে বন্ধ থাকল খেলার সম্প্রচার। ফলে সেই সময় রেডিয়োতে শুনতে হল খেলা।
শুধু বিদ্যুত্ বিভ্রাট নয়, কাজ করা বন্ধ করে দেয় ডিআরএস প্রযুক্তিও। ফলে মাঠের আম্পায়ারদের সিদ্ধান্তের উপরেই ভরসা করতে হয় ক্রিকেটারদের।
বিদ্যুত্ বিভ্রাটের বিষয়টি স্বীকার করে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বোর্ডের মুখপাত্র বলেন, ''গাব্বায় বিদ্যুত্ বিভ্রাট হওয়ায় আধ ঘণ্টার বেশি টেলিভিশনে ম্যাচের সম্প্রচার বিশ্ব জুড়ে বন্ধ ছিল। সঙ্গে সঙ্গে ঠিক করার কাজ শুরু হয়। ফের সব পরিষেবা স্বাভাবিক হওয়ার পরে খেলার সম্প্রচার শুরু হয়। এই অনিচ্ছাকৃত বিপর্যয়ের ফলে ক্রিকেট অস্ট্রেলিয়া দুঃখিত।''

Post a Comment

0Comments

Post a Comment (0)