হাবাসের দলের জয় অধরাই

0

গরগড়িয়ে চলতে থাকা রথের চাকা আটকে গেছে। টানা দুটো হারের পর এবার ড্র করলো এটিকে মোহনবাগান। চেন্নাইইনের বিরুদ্ধে ম্যাচ শেষ হলো ১-১ গোলে। ১৮ মিনিটে লিস্টনের গোলে এগিয়ে গিয়েছিল সবুজ মেরুন। রয় এর মাপা থ্রু জালে জড়ালেন লিস্টন। এরপর প্রেসিং ফুটবলে প্রচন্ড চাপ বাড়ালো চেন্নাই। শুধু প্রথমার্ধেই ৯ টা কর্নার পেলেন অনিরুদ্ধ থাপা রা। বিরতির আগে গোল শোধ কোমানের। ততক্ষনে চেন্নাইকে সামলাতে সামলাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন তিরি, কোটালরা। দ্বিতীয়ার্ধে একটু গা ঝাড়া দিলো হাবাসের দল।  চেন্নাইও চেষ্টা করলো। তবে গোল হয়নি। হাবাসের দলের সেই ঝাঁজ উধাও। সবাই টার্গেট করছে ওঁর রক্ষণ কে। মাঝমাঠে ব্লকিং হচ্ছে না। খুব একটা ভালো সংকেত নয়। 

এদিকে,
আইএসএলের প্ৰথম পর্বের পরে সম্ভবত নিজের দেশ ফিজিতে উড়ে যাচ্ছেন তারকা স্ট্রাইকার রয় কৃষ্ণ। ২০২২-এ ওশেনিয়া গ্রুপে বিশ্বকাপের কোয়ালিফায়ার খেলা রয়েছে ফিজির। তার জন্য আগামী সপ্তাহ থেকেই প্রস্তুতি ক্যাম্প চালু করতে চলেছেন ফিজির জাতীয় দলের কোচ ফ্লেমিং সেরিতস্লেভ। তিনিই জানিয়েছেন, এটিকে মোহনবাগান তারকা জানুয়ারিতে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।
ফিজি সান-কে দেওয়া সাক্ষাৎকারে সেরিতস্লেভ জানিয়েছেন, "আগামী সোমবার থেকে ক্যাম্প চালু হচ্ছে। বিদেশের লিগে একমাত্র রয়ই খেলে। জানুয়ারির ১০ তারিখের মধ্যে বিদেশের লিগে ফুটবলারদের দলে যোগ দিতে হবে। যাতে কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে দলের সঙ্গে অনুশীলন শুরু করতে পারে। কোভিড ১৯ প্রোটোকলের মধ্যে এর থেকে বেশি শিথিলতা আনা সম্ভব নয়।"
রবিবার আইএসএলের আসরে নিজেদের ষষ্ঠ ম্য়াচ খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। এই ম্য়াচ খেলতে নামার আগে এক সাংবাদিক সম্মলনে ইস্টবেঙ্গল কোচ দিয়াজ বলেন, আমাদের কাছে এখন প্রতিটি ম্য়াচই ভাইটাল। পিছনের দিকে তাকানোর আর কোনও সুযোগ নেই।
কাজেই কেরল ম্য়াচ থেকেই আমাদের জয়ের স্মরণীতে পা রাখতে হবে।

Post a Comment

0Comments

Post a Comment (0)