Satsakal.com অ্যাসেজের প্রথম টেস্টে প্রতিদিন ই বদলে যাচ্ছে ম্যাচর রং। তৃতীয় দিন আবার ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। শুক্রবার সকালেই অস্ট্রেলিয়ার বাকি তিন উইকেট তুলে নেয় ইংল্যান্ড। ৪২৫ রানে অজিরা অল আউট হয়ে যায়। প্রথম ইনিংসে ২৭৮ রানের লিড নেয় প্যাট কামিন্সের টিম। এ দিন স্কোরবোর্ডে মাত্র ৮২ রান যোগ করে অস্ট্রেলিয়া। তার মধ্যে শুক্রবার সকালে ৪০ রান করেছেন ট্রেভিস হেড একাই।
দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩৪৩ রান। ৯৫ বলে ১১২ রান করে ক্রিজে ছিলেন ট্রেভিস হেড। এবং মিচেল স্টার্ক ১০ রান করে অপরাজিত ছিলেন। এ দিন সকালে মিচেল স্টার্ক এবং ট্রেভিস হেড অষ্টম উইকেটে যেটুকু রান যোগ করার করেছেন। ৩৫ রান করে স্টার্ক আউট হওয়ার পরেই বাকি দুই উইকেটও খুব তাড়াতাড়ি পড়ে যায়। তবে ট্রেভিস হেডের ১৪৮ বলে ১৫২ রানের দুরন্ত ইনিংসটা এ দিন সকালে অজিদের প্রাপ্তি। ওডিআই খেলার স্টাইলেই টেস্টের এই ইনিংস খেলেন ট্রেভিস হেড। তাঁর ইনিংসে ১৪টি চার এবং ৪টি ছয় রয়েছে। শুক্রবার খেলা ঘুরে গেল। দুরন্ত লড়াইয়ে টেস্টে প্রত্যাবর্তন করল ইংল্যান্ড। অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৩৪৩ রান তুলেছিল। ১৯৬ রানে এগিয়ে ছিল প্যাট কামিন্স অ্যান্ড কোং। গতকালের অপরাজিত ব্যাটার ট্র্যাভিস হেড (১১২) ও মিচেল স্টার্ক (১০) তৃতীয় দিনের খেলা শুরু করেন। হেড এদিন ১৫২ রানে থামেন। স্টার্ক করেন ৩৫ রান। ৪২৫ রানে থামে অজিদের প্রথম ইনিংস। অলি রবিনসন ও মার্ক উড নেন তিনটি করে উইকেট। জোড়া উইকেট আসে ক্রিস ওকসের।
এই মরশুমে দুরন্ত ছন্দে রয়েছেন ব্রিটিশ অধিনায়ক জো রুট। শুক্রবার তিনি নতুন রেকর্ডও গড়ে ফেললেন। ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়ে ফেললেন জো রুট। ভেঙে দিলেন প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক মাইকেল ভনের রেকর্ড।
শুক্রবার অ্যাসেজের প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে জো রুটের সংগ্রহ অপরাজিত ৮৬ রান। এর সঙ্গেই রুট টপকে যান মাইকেল ভনকে। ২০২১ এক ক্যালেন্ডার ইয়ারে ১৪৮২ রান করে ফেললেন জো রুট। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন মাইকেল ভন। তিনি মোট ১৪৮১ রান করেছিলেন ২০০২ ক্যালেন্ডার ইয়ারে।
