Satsakal.com প্রায় আকাশ থেকে মাটিতে মুখ থুবড়ে পড়েছে তাঁর তারকাখচিত দল। এ বারের আইএসএল শুরুর আগে হুগো বুমোস, রয় কৃষ্ণ সমৃদ্ধ এটিকে-মোহনবাগানকে লিগের অন্যতম সেরা দল ধরা হচ্ছিল। কিন্তু শেষ দুই ম্যাচে হারার পরে প্রায় দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে আন্তোনিয়ো লোপেস হাবাসের প্রশিক্ষণাধীন দলের।
এই অবস্থায় শনিবার ফতোরদার মাঠে চেন্নাইয়িন এফসি-র মুখোমুখি হতে চলেছেন রয় কৃষ্ণেরা।
চার ম্যাচে এটিকে-মোহনবাগানের পয়েন্ট ৬। সেখানে তিন ম্যাচের পরে চেন্নাইয়িন এফসি-র পয়েন্ট ৭।
বিভিন্ন রণকৌশল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি ৪-৪-২ ছকে খেলার প্রস্তুতিও হয়েছে রক্ষণে তিরিকে রেখে। সেক্ষেত্রে প্রীতম ও তিরিকে স্টপারে রেখে রক্ষণে দুই প্রান্তে প্রবীর দাস ও শুভাশিস থাকতে পারেন। সেন্ট্রাল মিডফিল্ডে কার্ল ম্যাকহিউয়ের সঙ্গে থাকতে পারেন দীপক টাংরি।
পরে কার্লের জায়গায় আসতে পারেন জনি কাউকো । ডান প্রান্তে মনবীর থাকলেও বাঁ প্রান্তে মাইকেল সুসাইরাজকেও তালিম দিয়ে রাখা হয়েছে। চেন্নাইয়িনের বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে। চেন্নাই দলে নারায়ন দাস, অনিরুদ্ধ থাপা , চাংতে, রহিম আলিদের মত ভারতীয় ফুটবলার রা আছেন।
পাশাপাশি পোল্যান্ড, কিরগিস্তান এবং হাঙ্গেরির জন বিদেশি যথেষ্ট দক্ষ। তাই এই ম্যাচে জিততে হলে নিজেদের সেরা ফুটবল খেলতে হবে ।চেন্নাইয়িন ম্যাচের আগে কোচ হাবাস প্রেস কনফারেন্সে বলে দিয়েছেন, "প্ৰথম ম্যাচে একাধিক গোলে জেতার পরে অনেকে আমাদের উদবাহু হয়ে প্রশংসা শুরু করে দিয়েছিলেন। বারবার বলে আসছি, দুটো ম্যাচ কখনও এক হতে পারে না। চেন্নাই ম্যাচও সম্পূর্ণ আলাদা। আমাদের স্রেফ ব্যালান্স ঠিক করতে হবে। দলের আত্মবিশ্বাস ফেরাতে হবে। ডার্বি জয়ের পরে আমাদের গায়ে সেরার তকমা লাগানো হচ্ছিল। এখন ১০ দিনের মধ্যে আমরা এতটাও খারাপ হয়ে যেতে পারি না! মাঠে নেমে আমাদের প্রমাণ করতে হবে, আমরাই সেরা। চেন্নাই ভাল দল। আশা করছি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে।"
