কোপা দেল রে : বার্সাকে হারিয়ে ফাইনালে রিয়াল

0

Satsakal.com বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের টিকিট অর্জন করলো রিয়েল মাদ্রিদ। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ২-২ ব্যবধানে ড্র থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই রিয়েলের হয়ে বাজিমাত্ করেন ফেডরিকো ভালভার্দে। ৩-২ গোলে এল ক্লাসিকো জিতে রিয়েল নিশ্চিত করে সুপার কাপের ফাইনাল।ম্যাচের ২৫ মিনিটেই ভিনিসিয়াস জুনিয়ারের এই মরশুমের ১৫তম গোলে রিয়াল ম্যাচে লিড নিয়ে নেয়। তবে গোটা প্রথমার্ধে রিয়াল, দাপট দেখালেও ৪২ মিনিটে লুক ডি'জংয়ের গোলে প্রথম ৪৫ মিনিটের পর খেলা সমতায় শেষ হয়। 
কোভিড থেকে কদিন আগে সেরে ওঠা পেদ্রিকে দ্বিতীয়ার্ধের শুরুতে ডি ইয়ংয়ের বদলি নামান বার্সেলোনা কোচ। তরুণ এই মিডফিল্ডারের নৈপুণ্যেই ৫১তম মিনিটে এগিয়ে যেতে পারতো দলটি, তবে বক্সের বাইরে থেকে তার নেওয়া শটটি পোস্টের একটু বাইরে দিয়ে যায়। তিনি মিনিট পর দেম্বেলের কোনাকুনি শটও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
 ভিনিসিয়াসের পাশাপাশি এই মরশুমে রিয়ালের সেরা ফুটবলার করিম বেঞ্জেমা তাঁর দলের হয়ে গোল করে ফের একবার রিয়ালকে লিড এনে দেন। ৭২ মিনিটে বেঞ্জেমার গোল রিয়ালকে ফাইনালে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট বলেই মনে হচ্ছিল।৮৩ মিনিটে বার্সার আনসু ফাতি গোল পেলে আবার ফেরে সমতা। এই সমতা নিয়ে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ২-২ গোলে।

ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এরপর ৮ মিনিটের মাথায় ফেদেরিকো ভালভার্দের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় রিয়াল। এরপরও হাল ছাড়েনি বার্সা। গোল শোধ করতে মরিয়া ছিলেন জাভির দল।  যদিও ম্যাচের ১২২ মিনিট পর্যন্ত লড়াই চালিয়ে গেছে জাভি হার্নান্দেজের ছোঁয়ায় বদলে যাওয়া কাতালান দলটি। তবে শেষ রক্ষা হয়নি। ৩-২ ব্যবধানে বার্সেলোনাকে হারিয়ে সুপার ফাইনালে চলে গেল রিয়াল মাদ্রিদ।এই নিয়ে ১০০তম এল ক্লাসিকোতে জয় পেল রিয়াল।  সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে ১৪ জানুয়ারি রাত ১টায় অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে। আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে সুপার কাপের ফাইনাল।

Post a Comment

0Comments

Post a Comment (0)