সুভাষ ভৌমিকের প্রয়াণের শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি ময়দানি ফুটবল। এর মধ্যেই নতুন করে দুঃসংবাদ বয়ে আনল সুরজিত্ সেনগুপ্তের অসুস্থ হওয়ার খবরে।বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি।
গত পরশু হাসপাতালে ভর্তি করা হয় সুরজিত্ সেনগুপ্তকে। কোভিড রিপোর্ট পজিটিভ আসার পরই আর ঝুঁকি নেয়নি তাঁর পরিবার। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন সুরজিত্। তবে এখন তিনি স্থিতিশীল।
কাশির দাপট না কমায় সুরজিত্ সেনগুপ্ত নিজের কোভিড টেস্ট করান। সোমবার সেই রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তিনি কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত তা জানা যায়নি।
মৃদু জ্বর রয়েছে। তাছাড়া কোমর্বিডিটি রয়েছে তাঁর। কয়েক বছর আগে হৃদযন্ত্রে স্টেন্ট বসানো হয়েছিল।
অক্সিজেন স্যাচুরেশন নেমে গিয়েছিল ৮০-তে। আপাতত চিকিত্সকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে প্রাক্তন তারকা ফুটবলারকে। অবস্থা স্থিতিশীল।জানা গিয়েছে দেশের সর্বকালের অন্যতম সেরা উইঙ্গারের শরীরে অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় তাঁকে রাখা হয়েছে অক্সিজেন সাপোর্টে।অত্যাধিক কাশির জন্যই অক্সিজেন স্যাচুরেশন ৮০-তে নেমে আসে। কৃত্তিম ভাবে অক্সিজেন দেওয়ায় তাঁর স্যাচুরেশন রয়েছে ৯২-এর আশেপাশে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এদিন সুরজিত্ সেনগুপ্তর অসুস্থতার খবর পাওয়ামাত্র সরাসরি ফোন করেন ফুটবলারকে। বলেন, 'আমাদের তরফে সবরকম সহযোগিতা আপনি পাবেন। দ্রুত সুস্থ হয়ে উঠুন।' সুরজিতের অসুস্থতা নিয়ে খবর জানাজানি হওয়ার পর ফুটবল মহলে উদ্বেগের ছায়া নেমে আসে। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা শুভেচ্ছা বার্তা পাঠাতে থাকেন।