ব্যর্থতা স্বত্তেও রাহুল আস্থা দ্রাবিড়ের

0

অধিনায়ক হিসেবে প্রথম সিরিজে চূড়ান্ত ব্যর্থ কে এল রাহুল। রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব ছিল কর্ণাটকী তারকার উপর। কিন্তু প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচে হারলেও কোচ কিন্তু তার পাশেই থাকছেন। 
দ্রাবিড় বলেন, 'সবেমাত্র ও একজন অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করছে। রাহুলকে এখনও শিখতে হবে। অধিনায়কত্বের একটি বড় অংশ হল খেলোয়াড়দের দক্ষতা এবং যে দলটি হাতে পাওয়া যায়, তার গুণমান বাস্তবায়ন করা। একদিনের দলের দিক থেকে আমরা একটু পিছিয়েই ছিলাম। আমি মনে করি, ও খুব ভালো কাজ করেছে। এবং ভবিষ্যতে ও ক্রমাগত উন্নতি করবে এবং অধিনায়ক হিসাবে আরও ভালো হয়ে উঠবে।'
রবিবার শেষ এক দিনের ম্যাচে চার রানে হারার পর রাহুল বলেন, ''প্রথম একদশের উপর প্রত্যাশা রেখেছিলেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় লোকেশ বাহিনী। এই প্রসঙ্গে দ্রাবিড় বলেন, " আমরা মিডল অর্ডারে খুব বেশি পরিবর্তন করিনি।
শুধু শেষ ম্যাচে সূর্য কুমার যাদবকে খেলানো হয়েছিল। সেটা বাদ দিলে আমরা ব্যাটিং অর্ডার প্রায় বদলাইনি। আমরা সবাইকে ধারাবাহিক ভাবে সুযোগ দিতে চেয়েছিলাম। নিরাপত্তা দিতে চেয়েছিলাম। কিন্তু সেটা দেওয়ার পর তাদের কাছে ভাল খেলার প্রত্যাশা থাকে। বড় প্রত্যাশা থাকে। দেশের হয়ে এই পর্যায়ে খেলা মানে তার থেকে এটাই প্রত্যাশা করা হবে।''
অন্যদিকে অধিয়ানক রাহুল
বলেন, ''এই সিরিজে এটাই আমাদের মূল পরিকল্পনা ছিল। সেই কারণেই আমরা মিডল অর্ডারে খুব বেশি পরিবর্তন করিনি। শুধু শেষ ম্যাচে সূর্য কুমার যাদবকে খেলানো হয়েছিল। সেটা বাদ দিলে আমরা ব্যাটিং অর্ডার প্রায় বদলাইনি। আমরা সবাইকে ধারাবাহিক ভাবে সুযোগ দিতে চেয়েছিলাম। নিরাপত্তা দিতে চেয়েছিলাম। কিন্তু সেটা দেওয়ার পর তাদের কাছে ভাল খেলার প্রত্যাশা থাকে। বড় প্রত্যাশা থাকে। দেশের হয়ে এই পর্যায়ে খেলা মানে তার থেকে এটাই প্রত্যাশা করা হবে।''
মেয়ের ছবিকে শেয়ার না করার অনুরোধ করলেন বিরাট কোহলি  ।সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে কাল একটি মুহূর্তে আমাদের মেয়ের ছবি সকলের সামনে এসেছেন। কিন্তু আমরা এখনও চাই না তার ছবি ভাইরাল হোক। ফলে যারা এখনও এই ছবি গুলি শেয়ার না করতে অনুরোধ করেছেন বিরাট। যদিও বলাই বাহুল্য তার সেই অনুরোধে খুব একটা লাভ কিছু হবে না।সোমবার কোহলি ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, "বন্ধুরা আমার উপলবদ্ধি করেছি যে, গতকাল স্টেডিয়ামে আমাদের কন্য়ার ছবি তোলা হয় এবং তা ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে। আমরা এটা জানাতে চাই যে, ক্য়ামেরা যে আমাদের দিকে ছিল, সেটা আমরা জানতাম না। আমাদের কন্যার ছবির ব্যাপারে আমাদের অবস্থান একই। যা আগেও বলেছি আমরা। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি ভামিকার ছবি তুলে কোথাও প্রকাশ না করেন, তাহলে আমরা বাধিত থাকব।" কোহলি ভক্তরাও সোশ্যাল মিডিয়ায় তাদের ক্ষোভ উগরে দিয়েছেন

Post a Comment

0Comments

Post a Comment (0)