বুমরাদের হাতেই ভারতের ভাগ্য

0

Satsakal.com 
সিরিজ জয় হবে নাকি প্রোটিয়া ভূমি আবারও খালি হাতে ফিরতে হবে ভারতকে । ইতিহাস লিখতে পারবে বিরাটের ভারত নাকি তীরে এসেও তরী ডুববে।  সব প্রশ্নের উত্তর দেবে শুক্রবারের কেপ টাউন । জয়ের জন্য মাত্র ১১১ রান দরকার দক্ষিণ আফ্রিকার। ভারতের দরকার ৮ ,উইকেট। 
তৃতীয় দিনে
দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৫৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে ভারত। কিন্তু পরপর উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় মেন ইন ব্লু। পঞ্চম উইকেটে কোহলি ও  পন্থ পাল্টা লড়াই দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ২৯ রানে কোহলি ফিরে যাওয়ার পর আর কেউ ঋষভকে সঙ্গ দিতে পারলেন না। ব্যক্তিগত ১০০ রানে অপরাজিত রইলেন পন্থ।
একার  হাতে দলকে লড়াইয়ের জায়গায় রাখলেন ঋষভ পন্থ। দলের ব্যাটিং বিপর্যয়ের মাঝে দাঁড়িয়ে দুরন্ত শতরান। তার অপরাজিত ১০০ রানের সুবাদে ২১১ রানের লিড নিতে পারল ভারত। টেস্টে তাঁর চতুর্থ শতরান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম। তিনি হলেন প্রথম ভারতীয় উইকেটরক্ষক যিনি দক্ষিণ আফ্রিকায় শতরান করলেন।  যখন উইকেটে এসেছিলেন ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে ভারত তখন ধুঁকছে। সেখান থেকে অধিনায়ক কোহলির সঙ্গে পঞ্চম উইকেটের জুটিতে ৯৪ রান যোগ করে বিপর্যয় সামাল দেন। তারপর টেল এন্ডারদের নিয়ে লড়াই চালালেন। কেপ টাউনে আবার নিজের প্রতিভার প্রতি সুবিচার করলেন তরুণ ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান।একটা সময় ভারতের স্কোর দাঁড়ায় ৫৮/৪। ঠিক যখন মনে করা হচ্ছিল যে, দক্ষিণ আফ্রিকার পেসারদের সামনে আত্মসমর্পণ করবে ভারতীয় ব্যাটিং, তখনই পাল্টা লড়াই শুরু করেন ঋষভ। 

সব সমালোচনার জবাব দিলেন পন্থ। তাঁর ১৩৯ বলে অপরাজিত ১০০ রানের ইনিংসে রয়েছে ছটি চার ও চারটি ছক্কা। মারমুখী ঋষভের সঙ্গে নিজেকে অনেকটা সংযত রেখে ধৈর্যশীল ইনিংস খেলছেন কোহলি। শেষ পর্যন্ত ২৯ রান করে ফেরেন ভারত অধিনায়ক।

 দক্ষিণ আফ্রিকার জেনসন চারটি উইকেট নেন। রাবাডা ও এনগিডি নেন ৩ টি করে উইকেট। ২১২ রানের লক্ষ নিয়ে ব্যাট করতে নেমে জয় থেকে আর মাত্র ১১১ রান দূরে দাঁড়িয়ে প্রোটিয়া ব্রিগেড।
দিনের শেষে প্রোটিয়ার স্কোর ২ উইকেটে  ১০১। দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুতে এডেন মার্করামকে ফিরিয়ে দেন মহম্মদ শামি। কিন্তু ডিন এলগার এবং কিগান পিটারসেন ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেন। ভারতীয় বোলারদের সামলে দ্রুত রান তুলতে থাকেন তাঁরা। প্রায় প্রতি ওভারেই রান উঠতে থাকে।
 একটা ব্যাপার নিশ্চিত, এই টেস্টে জয় পরাজয় হচ্ছেই। শুক্রবার ৮ উইকেট তুলতে হবে ভারতকে। টেস্ট জিততে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ১১১ রান। ঋষভ পন্থের শতরানের পরেও টেস্ট জিততে ভারতের ভরসা বোলাররাই।নিউল্যান্ডসে জয় তুলে নিয়ে সিরিজের দখল নেওয়ার হাতছানি রয়েছে উভয় দলের সামনেই।
 

Post a Comment

0Comments

Post a Comment (0)