প্রত্যাশা জাগিয়ে বিরাট স্বপ্নভঙ্গ

0

Satsakal.com
দক্ষিণ আফ্রিকার মাটিতে ২৯ বছরের টেস্ট সিরিজ জয়ের খরা কাটাতে পারল না বিরাট কোহলির ভারত। সেঞ্চুরিয়নে দাপুটে জয়ের পর জোহানেসবার্গে হেরেছিল ভারত এবং কেপ টাউনেও জুটল হার। আজ ছিল কেপ টাউন টেস্টের চতুর্থ দিনের খেলা। এক দিন বাকি থাকতেই সিরিজ পকেটে পুরল ডিন এলগারের দল।কেপ টাউন টেস্ট তথা সিরিজ জয়ের জন্য শুক্রবার ১১১ রানের মধ্যে দক্ষিণ আফ্রিকার আটজন ব্যাটারকে আউট করতে হত শামি-বুমরাহদের। কিন্তু কেগান পিটারসেনের অনবদ্য ইনিংস এবং বাভুমা, ভ্যান ডার ডুসেনদের অদম্য মানসিকতা ভারতের সব চেষ্টা ব্যর্থ করে অনায়াসে জয়ের লক্ষ্যে পৌঁছে দিল প্রোটিয়াদের। গোটা দিনে ভারতের বিশ্বখ্যাত বোলাররা তুললেন মাত্র ১ উইকেট। 
পিটারসেন নিজের ইনিংস নিয়ে এগিয়ে চলেন। পঞ্চাশ পেরিয়ে যান স্বচ্ছন্দে। রাসি ভ্যান ডার ডাসেনকে নিয়ে এগিয়ে চলে তাঁর ইনিংস। মধ্যাহ্নভোজনের একটু আগে অবশ্য শার্দূল ঠাকুরের সৌজন্যে ড্রেসিং রুমের পথ দেখেন পিটারসেন।প্রথম ইনিংসে ৭২ রান করার পর দ্বিতীয় ইনিংসেও ছন্দে থেকে ভারতের শক্তিশালী বোলিংকে একাই বুঝে নিলেন কিগান পিটারসেন। তবে রান তাড়া করতে গিয়ে সুযোগও দিয়েছিলেন। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন চেতেশ্বর পূজারা। একে তো ব্যাটে রানের খরা। এর মধ্যে মোক্ষম সময় পিটারসেনের ক্যাচ ফেলে দলের বিপদ আরও বাড়ালেন পূজারা। মধ্যাহ্নভোজনের পর শুধুমাত্র কোনো মিরাকেলই ভারতের জন্য আশারবাণী নিয়ে আসত। কিন্তু সেই সব হল না কিছুই। টেম্বা বাভুমাকে সঙ্গে নিয়ে দলকে জয়ের টার্গেটে পৌঁছে দেন ভ্যান ডার ডাসেন।

এদিকে আবার কোচিংয়ে ফিরলেন ভরত অরুণ। দীর্ঘ সময় শাস্ত্রীর সহকারী থাকা ভরতের উপরই থাকছে এবার নাইটদের বোলিং বিভাগে দায়িত্ব। নতুন দায়িত্ব হাতে পেয়ে কেকেআরের বিজ্ঞপ্তিতে ভরত অরুণ জানান, 'কলকাতা নাইট রাইডার্সের মতো সফল আইপিএল ফ্র্যাঞ্চাইজির শরিক হওয়ার জন্য মুখিয়ে রয়েছি। আইপিএল-সহ বিশ্বের বিভিন্ন টি-২০ লিগে সফল হওয়ার জন্যই নয়, বরং পেশাদারিত্বের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি পরিচালনার জন্য নাইট রাইডার্স কর্তৃপক্ষের প্রশংসা করছি।'তবে ভরত অরুণ এই প্রথম বার আইপিএলের সঙ্গে যুক্ত হলেন না। ২০১৫-১৭ পর্যন্ত তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে কাজ করেছিলেন। ২০১৭ সালে তিনি আরসিবি ছাড়েন, জাতীয় দলের বোলিং কোচ হিসেবে ডাক পাওয়ার পর। বিরাট-রোহিতদের বোলিং কোচের পাশাপাশি তাঁর কোচিংয়ে ২০১২ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।

Post a Comment

0Comments

Post a Comment (0)