ডার্বির নায়ক জামশেদ পুত্র কিয়ান

0

ডার্বিতে বাজিমাত বাগানের। কিয়ান নাসিরির হ্যাটট্রিক, এসসি ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারাল এটিকে মোহনবাগান।
সবুজ মেরুনকে অবিশ্বাস্য জয় এলেন জামশিদ নাসিরির সুযোগ্য পুত্র। খেলার স্কোরলাইন এটিকে মোহনবাগানের পক্ষে ৩-১ হলেও এসসি ইস্টবেঙ্গল দারুণ লড়াই চালাল।
ম্যাচের শুরু থেকেই বারবার আক্রমণ করছিলেন। বাগান ফুটবলাররা।
মানবপ্রাচীরে বারংবার এসে ধাক্কা খাচ্ছিল এটিকে মোহনবাগানের আক্রমণ। নিজেদের পেনাল্টি বক্সের সামনে প্রায় ন' জন ফুটবলার নামিয়ে এনেছিল এসসি ইস্টবেঙ্গল। আর উপরে মাত্র দু' জন-পেরোসেভিচ ও মার্সেলা রিবেইরো। নবাগত ব্রাজিলীয় রিবেইরো বেশ নজর কাড়েন। দীর্ঘ চেহারা তাঁর। স্বাস্থ্য বেশ ভাল। উচ্চতাও চোখে পড়ার মতোই। প্রথমার্ধ গোলশূন্য থাকলে দ্বিতীয়ার্ধের শুরুতেই চমকটি দিল লাল হলুদ
ডারেলের গোলে  এগিয়েও গিয়েছিল। কিন্তু ৬১ মিনিটে দীপক টাংরির পরিবর্ত হিসেবে মাঠে নেমে চমকে দিলেন কিয়ান। ভাইচুং ভুটিয়া, চিডি এডের পর তৃতীয় ফুটবলার হিসেবে কলকাতা ডার্বিতে হ্যাটট্রিকটি সেরে কিয়ানই ম্যাচের সেরা।


আইএসএল-এ দ্বাদশ ব্যক্তি হিসেবে নির্বাচিত কোনও সমর্থকের নাম লেখা জার্সি রাখা থাকত রিজার্ভ বেঞ্চে। কিন্তু এ বার জায়গা পেলেন সুভাষ। উল্লেখ্য, প্রয়াত কোচের স্মরণে আগের ম্যাচে কালো ব্যান্ড পরে নেমেছিলেন এসসি ইস্টবেঙ্গলের ফুটবলাররা।
ম্যাচের লাল হলুদের গোলকিপার অরিন্দম ভট্টাচার্য, বলবন্ত সিং, আদিল খান এবং মহম্মদ রফিক সম্মিলিত ভাবে ধরে রয়েছেন লাল-হলুদ জার্সি। সেই জার্সির নম্বর ১২। জার্সিতে লেখা ভৌমিক। একই ভঙ্গিতে শ্রদ্ধা দেখিয়েছে এটিকে মোহনবাগানও। কোচ ফেরান্দো, সন্দেশ এবং তিরি ধরে আছেন ১২ নম্বর এটিকে মোহনবাগান জার্সি। জার্সিতে লেখা সুভাষ। সবুজ-মেরুনের হয়েও মণিমুক্তো ছড়িয়ে গিয়েছেন সুভাষ ভৌমিক।

Post a Comment

0Comments

Post a Comment (0)