ইরানের বিরুদ্ধে ড্র ভারতের

0

Satsakal.comএএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে জয় অধরা ভারতীয় মহিলা ফুটবল দললের। এশিয়ান কাপের প্রথম ম্যাচে ইরানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল অদিতি চৌহানরা। 
বিশ্ব মহিলা ফুটবলে ভারতের  স্থান৫৫। ইরানের ৭০। 
 ইরানের রোক্ষনকে হার মানাতে পারলো না ভারত। এ এফ সি এশিয়ান কাপের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করলো মহিলা দল।  তবে চাপ থাকলেও গোল তুলে নিতে পারলো না ভারত।মাথা থেকে পা পর্যন্ত সাদা পোশাকে ঢেকে খেলতে নেমেছিল ইরান। তবে অন্দর মহল থেকে বেরিয়ে ও দেশের ফুটবল অনেক এগিয়েছে।
বৃহস্পতিবার মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ইরানের বিরুদ্ধে প্রথম ম্যাচে যেভাবে খেলল ভারত তাতে কিন্তু আশা করাই যায় অদিতিদের নিয়ে। ম্যাচের আগেই করোনার হানা দেয় ভারতীয় শিবিরে। দলের দুই ফুটবলার কোভিড পজিটিভ।

মোট ১২টি দল নিয়ে তিনটে ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ। দলগুলোকে তিনটে গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপ থেকে প্রথম দুটো দল কোয়ার্টার ফাইনালে যাবে। তৃতীয় স্থানে থাকা তিন দলের মধ্যে সেরা দুই দল শেষ আটে যাবে। দুটো সেমিফাইনাল ৩ ফেব্রুয়ারি হবে। ফাইনাল ৬ ফেব্রুয়ারি। 

Post a Comment

0Comments

Post a Comment (0)