শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে নামছে ভারত। প্রথম ম্যাচে হারার পর এই ম্যাচে কয়েকটি পরিবর্তন হতে পারে।তিন নম্বরে বিরাট কোহলীর নামা নিয়ে কোনও প্রশ্ন উঠবে না। আগের ম্যাচে ৫১ রান করে তিনি বুঝিয়ে দিয়েছেন, বড় রান করা সময়ের অপেক্ষা। ভারতীয় দলের মিডল অর্ডারে অপর ব্য়াটসম্য়ান হিসেবে খেলতে পারেন সূর্যকুমার যাদব। গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে ভালো পারফরম্যান্স করেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। পাশাপাশি সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে ঋতুরাজ গায়কোয়াড়ের। আইপিএল হোক বা ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুরি এসেছে তার ব্যাট থেকে। দ্বিতীয় ম্যাচে অভিষেক হতে পারে তারওআগের ম্যাচে ভেঙ্কটেশ আয়ারকে অলরাউন্ডার হিসেবে খেলানো হলেও বল করানো হয়নি। প্রশ্ন উঠছে, যদি শুধু ব্যাটার হিসেবেই তাঁকে খেলানো হয়, তা হলে রুতুরাজ গায়কোয়াড় নন কেন? প্রথম ম্যাচে দলে সুযোগ পেয়েছিলেন ভুবনেশ্বর কুমার। খুব একটা ভাল পারফর্ম করতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচে তার খেলার সম্ভাবনাই বশি। তবে দলে শার্দুল দীপক চাহারকেও সুযোগ দিয়ে দেখা হতে পারে। শেষ শ্রীলঙ্কা সফরে ভালো বোলিং ও ব্য়াটিং দুই করছিলেন দীপক চাহার।
বুধবারই টি-২০ বর্ষসেরা দল ঘোষণা করেছে আইসিসি। তাতে কোনও ভারতীয় তারকা জায়গা পাননি। বৃহস্পতিবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ঘোষণা করেছে বর্ষসেরা ওয়ানডে একাদশ। তাতেও কোনও ভারতীয়র জায়গা হয়নি। য়ানডে দলে আধিপত্য বিস্তার করেছে এশিয়ার দুই দেশ পাকিস্তান ও বাংলাদেশের খেলোয়াড়রা।ব র্ষসেরা টেস্ট দলে ভারত প্রতিনিধি ওপেনার রোহিত শর্মা , উইকেটকিপার ঋষভ পন্থ ও অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন । বিশ্ব একদাশের নেতৃত্বে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন অধিনায়ক কেন উইলিয়ামসন ।
মিতালি রাজএবং ঝুলন গোস্বামী ২০২১ সালের আইসিসি মহিলা ওডিআই টিম অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন। ইংল্যান্ডের হিদার নাইটের নেতৃত্বে আইসিসি বর্ষসেরা দল মহিলা ক্রিকেটে যারা একটি ক্যালেন্ডার বছরে তাদের খেলা দিয়ে সবাইকে মুগ্ধ করেছে সেরকম কিছু ব্যতিক্রমী খেলোয়াড়ের কৃতিত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
একাধিক পরিবর্তন হল আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে । ৪-০ অ্যাসেজ জিতে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। বিরাট কোহলি, লোকেশ রাহুলদের ভারতকে সরিয়ে। ঘরের মাঠে বাংলাদেশের সঙ্গে সিরিজ ১-১ ড্র করে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে কেন উইলিয়ামসের নিউজিল্যান্ড। তিনে ভারত।
র সীমিত ওভারের বর্ষসেরা কোনও দলেই কোনও ভারতীয় ক্রিকেটারের ঠাঁই হয়নি। তবে, বর্ষসেরা টেস্ট দলে জায়গা পেয়েছেন তিন ভারতীয়।
