আবারো ফুটবল মাঠে প্রাণ হারালেন সমর্থকরা আফ্রিকান নেশনস কাপ সাক্ষী থাকলো মর্মান্তিক পরিণতির। আফ্রিকা কাপ অফ নেশন-এর খেলা ক্যামারুনের ওলম্বে স্টেডিয়ামে ছিল। কিন্তু খেলার আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। মাঠে খেলা দেখতে এসে ধাক্কাধাক্কিতে ৫০ জন আহত হয় এবং ৮ জন মারা যায়। এই আটজনের মধ্যে রয়েছেন ২জন মহিলা ও ৪ জন পুরুষ, একজন শিশু ও একজনের মরদেহ তাঁর পরিবার নিয়ে গিয়েছে।দপৃষ্ট হয়ে কমপক্ষে আট জন ফুটবল সমর্থক প্রাণ হারিয়েছেন।
ওলেম্বে স্টেডিয়ামের বাইরে বিপুল সংখ্যায় ফুটবল সমর্থকরা ভীড় জমিয়েছিলেন।
ওলেম্বে স্টেডিয়ামের আসন সংখ্যা ৬০,০০০ হলেও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ৬০℅ দর্শকদের প্রবেশাধিকার দেওয়া হয়। আয়োজক দেশ ক্যামেরুনের ম্যাচ থাকায় ৮০℅ দর্শকদের প্রবেশাধিকার দেওয়া হয়েছিল। তাতেও অতিউত্সাহী দর্শকদের আটকে রাখা যায়নি। ওলেম্বে স্টেডিয়ামের বাইরে ভীড় জমানো দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হলেই দুর্ঘটনা ঘটে।
আফ্রিকান ফুটবল কনফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে এই ঘটনার পূর্ণ তদন্ত করা হবে। আফ্রিকান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, কীভাবে এমন ঘটনা ঘটল, তার তদন্ত শুরু হয়েছে। একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, ' গোটা বিষয়টি খতিয়ে দেখছে। কী থেকে এমন পরিস্থিতি তৈরি হল, তা জানার চেষ্টা করা হচ্ছে। এর জন্য ক্যামেরুন সরকার এবং স্থানীয় আয়োজক কমিটির সঙ্গে লাগাতার যোগাযোগ করা হচ্ছে।' অর্থাত্ হঠাত্ স্টেডিয়ামের বাইরে কেন এমন উত্তেজনা সৃষ্টি হল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে মৃতদের মধ্যে একজন ১৪ বছরের কিশোর ছিল বলেও জানা গিয়েছে।২০০৫ সালে ফিফার স্বীকৃতি পাওয়া কমোরোস এবার সবাইকে চমকে দিয়েছে। প্রথমবারের মতো খেলতে যাওয়া দলটি ঘানার মতো প্রতিষ্ঠিত শক্তিকে হারিয়ে উঠে গিয়েছিল নকআউট পর্বে। এই ঘটনার পরেও ম্যাচ অনুষ্ঠিত হয়। আয়োজক ক্যামেরুন ২-১ গোলে ১০ জনের কমোরোসকে হারিয়ে শেষ আটে উঠেছে।