রূপকথার আরও এক নাম রাফা

0

নাদালের ইতিহাস ।অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন রাফায়েল নাদাল ।একুশতম গ্র্যান্ডস্লামের অধিকারী হলেন স্প্যানিশ তারকা। ফাইনালে হারালেন মেদভেদেভকে। ম্যাচে অবিশ্বাস্য প্রত্যাবর্তন নাদালের। ম্যাচের ফল ২-৬,৬-৭, ৬-৪,৬-৪,৭-৫।

প্রথম দুটো সেটই মেদভেদেভের দখলে। এর পরে মেলবোর্ন দেখল খাদের কিনারা থেকে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন। বাকি তিন সেট জিতে নেন বহু যুদ্ধের সৈনিক নাদাল। উচ্চমার্গের টেনিস দেখল বিশ্ব। প্রতিটি পয়েন্টের জন্য লড়াই হল। কোর্টে নাদালের অবিশ্বাস্য লড়াই দেখে টুইটারে লেখা হল, 'ভামোস' অর্থাত্‍ এগিয়ে চলো। শেষ সেটেও রইল টানটান উত্তেজনা। এই মেদেভেদেভ জিতছেন তো পরের গেম জিতে জবাব দিচ্ছেন নাদাল। কিন্তু শেষমেশ নাদালের আসুরিক ক্ষমতার কাছে হার মানল উচ্ছ্বল তারুণ্য। শেষ সেটে মেদভেদেভের পেশি সচল রাখার চেষ্টা করলেন তাঁর ফিজিও।

রড লিভার এরিনায় রেকর্ড গড়লেন রাফায়েল নাদাল । বছরের প্রথম গ্র্যান্ড স্লামে রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভকে হারিয়ে কেরিয়ারের ২১তম গ্র্যান্ড স্লাম জিতলেন রাফা।

Post a Comment

0Comments

Post a Comment (0)