অস্ট্রেলিয়া ওপেনে মহিলাদের সিঙ্গলেস খেতাব জিতলেন আশলে বার্টি। ফাইনালে হারালেন ড্যানিয়েল কোলিন্স কে।। প্রথমবার দেশের মাটিতে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতলেন বার্টি। অস্ট্রেলিয়ন ওপেনে কোনও অস্ট্রেলিয়ান খেতাব জিততে পারেন না, এই মিথ ভাঙল। শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে আমেরিকার ড্যানিলে কলিন্সকে ৬-৩, ৭-৬ হারিয়ে খেতাব জিতলেন বার্টি। ২৫ বছর বয়সী বার্টি ২০১৯ সালে জিতেছিলেন ফরাসি ওপেনের খেতার। গত বছর তিনি উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিলেন। আর এ বার দেশের মাটিতে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জিতলেন বার্টি। ১৯৮০ সালে ওয়েন্ডি টার্নবুল অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন। তারপর কেটে গিয়েছে দীর্ঘ ৪১ বছর। ২০২২ সালে অ্যাশলে বার্টি প্রথম অস্ট্রেলিয়ার মহিলা খেলোয়াড় হিসেবে টার্নবুলের পর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠেন। শেষবার অস্ট্রেলিয়ান ওপেন কোনো অস্ট্রেলীয়র হাতে উঠেছিলো ১৯৭৮ সালে। খেতাব জিতেছিলেন ক্রিস ও'নিল।
টুর্নামেন্টে একটা সেটও না হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার নজিরও গড়লেন একটা সময় পেশাদার ক্রিকেট খেলা বার্টি। কলিন্সের সার্ভিস দু'বার ব্রেক করেন বার্টি। তার পরে কোর্টে আগুন ধরিয়ে অজি তারকা জিতে নেন অস্ট্রেলিয়ান ওপেন। এটাই বার্টির প্রথম অস্ট্রেলিয়ান ওপেন খেতাব।
পুরুষদের ডবলসে চ্যাম্পিয়ন হলেন অস্ট্রেলিয়ার নিক কিরগিয়স -থানাসি কোকুনাকিস জুটি।
ফাইনালে নিজের দেশের জুটি ম্যাথু এবডেন -ম্যাক্স পুরসেলকে স্ট্রেট সেটে ৭-৫, ৬-৪ হারালেন কিরগিয়স-থানাসি। পুরুষদের ডবলসে আজ ছিল অল অস্ট্রেলিয়ান ফাইনালে। যাতে শেষ হাসি হাসলেন নিজের দেশের খেলোয়াড় এবডেনকে নিয়ে খেলা টেনিসের ব্যাড বয় হিসেবে পরিচিত কিরগিয়স। ফলে দিনের শেষে একই দিনে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলেন তিনজন অস্ট্রেলিয়ান।
বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতবেন কে? বলার অপেক্ষা রাখে না, গোটা বিশ্বই প্রায় ভোট দিয়েছিল নোভাক জোকোভিচের পক্ষে। গত বছর অস্ট্রেলিয়ান ওপেন, রোলঁ গারোজ এবং উইম্বলডন জিতে 'হ্যাটট্রিক' করার পর ইউএস ওপেনও যে সার্বিয়ার বেলগ্রেডের বাড়িতে যেতে চলেছে তা নিয়ে কেউই বিশেষ সংশয় প্রকাশ করছিলেন না।প্রতিযোগিতার শুরু থেকেই বিভিন্ন বাধা টপকাতে হয়েছে মেদভেদেভকে। দ্বিতীয় রাউন্ডে নিক কিরিয়সের বিরুদ্ধে ম্যাচের সময় অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর সমর্থকদের বিদ্রুপের মুখে পড়েছিলেন তিনি। মেদভেদেভ বলেছেন, 'জানি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ের বিরুদ্ধে খেলতে চলেছি। আবার একজনের মুখোমুখি আমি যে ২১তম গ্র্যান্ড স্ল্যাম পাওয়ার জন্যে লড়ছে। বেশ মজার ব্যাপার তাই না? তবে ওদের রেকর্ড নিয়ে ওরা ভাবুক। আমি আর একটা গ্র্যান্ড স্ল্যাম জিততে চাই।'
