রঞ্জি হবে দুই ভাগে: জয় শা

0

রঞ্জি ট্রফি আয়োজন করা হবে দুই ভাগে। বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন। এরপর শুক্রবার এমনটাই জানিয়ে দিলেন সচিব জয় শাহ। প্রথম ভাগে লিগ পর্বের খেলা হবে। দ্বিতীয় ভাগে হবে নকআউট।বোর্ড সচিব জয় শা শুক্রবার
জানিয়ে দিলেন, 'দুই ভাগে রনজি ট্রফি আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। প্রথম ভাগে লিগের খেলা হবে। জুন মাসে হবে নকআউট পর্বের খেলা। করোনা আবহে ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার দিকটিতে প্রাধান্য দিচ্ছে বিসিসিআই। লালবলের ক্রিকেটের একটি দুর্দান্ত টুর্নামেন্ট হতে চলেছে এবার।' যা খবর, তাতে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে রনজি শুরু হয়ে যাবে।
অতীতেও নাম না করে একে অপরকে বহুবার আক্রমণ করেছেন দুইজনে। এবার রঞ্জি নিয়ে সৌরভের নেতৃত্বাধীন বোর্ডকে ঠুকলেন শাস্ত্রী। টুইটারে শাস্ত্রী লেখেন, 'ভারতীয় ক্রিকেটের পিলার হল রঞ্জি ট্রফি। যেই মুহূর্তে রঞ্জি ট্রফিকে অবহেলা করা হবে, ভারতীয় ক্রিকেট মেরুদন্ডহীন হয়ে পড়বে।'

২০১৯/২০ মরশুমে জাতীয় লকডাউন শুরু হওয়ার ঠিক আগেই রঞ্জি ট্রফি সমাপ্ত হয়ে গিয়েছিল। ২০২০/২১ মরশুমে আর প্রিমিয়ার এই টুর্নামেন্ট আয়োজন করতে পারেনি বিসিসিআই।
১৩ জানুয়ারি থেকে রঞ্জি ট্রফি পুনরায় চালু হওয়ার কথা থাকলেও করোনার তৃতীয় ঢেউয়ে সেই সূচি স্থগিত করতে বাধ্য হয় বোর্ড। আর টুর্নামেন্ট শুরুর আগেই বেশ কিছু দলে করোনা আক্রান্ত হওয়ায় শেষমেশ রঞ্জি স্থগিত করে দেওয়া হয়।

Post a Comment

0Comments

Post a Comment (0)