ট্র্যাভিসের সেঞ্চুরি, চালকের আসনে অস্ট্রেলিয়া

0

বাইশ গজের ঐতিহ্যবাহী মহারণে ফের মুখোমুখি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড । এবার অজিভূমেই হচ্ছে অ্যাশেজ। 
দ্বিতীয় দিনেই একেবারে চালকের আসনে অস্ট্রেলিয়া। সৌজন্যে ট্র্যাভিস হেডের  অপরাজিত সেঞ্চুরি। ইংল্যান্ডের ১৪৭ রানের জবাবে অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৩৪৩ রান তুলল। ১৯৬ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। হেড (১১২) ও মিচেল স্টার্ক (১০) রয়েছেন ক্রিজে।
ব্রিসবেনের গাব্বায়  অ্যাশেজের প্রথম টেস্টেই চালকের আসনে অস্ট্রেলিয়া। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ইংল্যান্ড অল আউট হয়ে গিয়েছিল ১৪৭ রানে। এরপর আজ ব্যাট করতে নেমে টেস্টের দ্বিতীয় দিনের শেষে অজিদের স্কোর ৭ উইকেটে ৩৪৩ রানের। লিড ১৯৬ রানের। ঝোড়ো শতরান করে অপরাজিত রয়েছেন ট্রেভিস হেড ।
ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে ওপেনার মার্কাস হ্যারিসকে আউট করেন অলি রবিনসন । ১৭ বল খেলে ৩ রান করে তিনি ডেভিড মালানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ১০ রানে প্রথম উইকেট হারানোর পর ধাক্কা সামলে অস্ট্রেলিয়াকে শক্ত ভিতের উপর দাঁড় করান ওপেনার ডেভিড ওয়ার্নার ও তিনে নামা মার্নাস লাবুশানে। তাঁদের জুটিতে ৪২ ওভারে ওঠে ১৫৬ রান। ক্রিজে আসেন ট্রাভিস হেড। প্রথম কয়েকটি বল একটু দেখে খেললেও এরপরই চালিয়ে খেলা শুরু করেন তিনি। নিজের শতরানের ঠিক ৬ রান আগে রবিনসনের শিকার হন ওয়ার্নার। নিজের ৯৪ রানের ইনিংসে ১১টি বাউন্ডারি ও ২টি ছক্কা হাঁকিয়েছিলেন অজি ওপেনার। তবে হেড এদিন নিজের কেরিয়ারে তৃতীয় টেস্ট শতরান পূরণ করেন। তবে অ্যাশেজের মঞ্চে এটাই প্রথম শতরান তাঁর। দিনের শেষে ১১২ রানে অপরাজিত রয়েছেন তিনি।

Post a Comment

0Comments

Post a Comment (0)