প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড শেষ চার ম্যাচে থাকলো অপরাজিত। রালফ রায়নিকের হাত ধরে টানা দ্বিতীয় ম্যাচে জয় এলো রেড ডেভিলদের। গতরাতে নরউইচ সিটিকে ১-০ গোলে হারিয়েছে ম্যান ইউ। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে পেনাল্টি থেকে ম্যান ইউর হয়ে জয়সূচক গোলটি করেন পর্তুগীজ সেনসেশন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।ম্যাচের ৫৩ ভাগ সময় বল দখলে রেখেও সুবিধা করতে পারছিল না ওল্ড ট্র্যাফোর্ডের দলটি। এ সময় ১৩ বার আক্রমণ করে। যার পাঁচটি ছিল অনটার্গেট। বিপরীতে ১১ আক্রমণে সমান পাঁচটি অনটার্গেট ছিল নরউইচ সিটিরও। কিন্তু, লম্বা সময় গোলহীন ছিল দুদলই। ম্যাচের প্রথমার্ধে আক্রমণে ধারহীন নরউইচ ৫৬তম মিনিটে দারুণ একটি সুযোগ পায়। তবে ডি-বক্সের মুখ থেকে ফিনল্যান্ডের ফরোয়ার্ড তেমু পুক্কির জোরালো শটে ঝাঁপিয়ে এক হাত দিয়ে কোনও মতে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান দাভিদ দে হেয়া। চার মিনিট পর অন্য পাশে মার্কাস র্যাশফোর্ডের নিচু শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৭৫তম মিনিটে স্পট কিকে ম্যাচের একমাত্র গোলটি করেন রোনাল্ডো।
কাঙ্খিত জয় তুলে নিয়ে লীগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছেন রোনাল্ডোরা। রাউন্ড ১৬-এর শেষে ম্যান ইউর পয়েন্ট ২৭।
ক্রিস্টিয়ান এরিকসেন আবারও ফিরে এসেছিলেন কাল ইংলিশ প্রিমিয়ার লিগে। আরও নির্দিষ্ট করে বললে নরউইচের মাঠে। ম্যানচেস্টার ইউনাইটেড আর নরউইচ সিটির ম্যাচে হঠাৎ করেই খেলার মধ্যেই বুক ধরে বসে পড়লেন ইউনাইটেডের ভিক্টর লিন্ডেলফ। নিশ্বাস নিতেই পারছিলেন না। গত জুনে ইউরো চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ড-ডেনমার্ক ম্যাচে ডেনমার্কের তারকা ক্রিস্টিয়ান এরিকসেন হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে বেঁচে ফিরলেও এরিকসেনের ক্যারিয়ারই এখন হুমকির মুখে। হৃদ্রোগে আক্রান্ত কারও পক্ষে পেশাদারি ফুটবল চালিয়ে যাওয়াটা যে কঠিন, একপ্রকার অসম্ভবই।
লিন্ডেলফ ম্যাচের ৭৪ মিনিটের মাথায় বুক ধরে বসে পড়েন। ইউনাইটেড কোচ রালফ রাংগনিক অবশ্য জানিয়েছেন, 'সবকিছুই ঠিক আছে।' লিন্ডেলফকে অবশ্য প্রায় সঙ্গে সঙ্গেই তুলে নেওয়া হয়।
অন্যদিকে স্ট্যামফোর্ড ব্রিজের উত্তেজনাপূর্ণ ম্যাচে লীডস ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়েছে চেলসি। ঘরের মাঠে ২৮ মিনিটের মাথায় রাফিনহার পেনাল্টি থেকে করা গোলে পিছিয়ে পড়ার পর ৪২ মিনিটে ম্যাসন মাউন্টের গোলে সমতা ফিরে পায় ব্লুজরা। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসিকে এগিয়ে দেন জর্জিনহো। ৮৩ মিনিটে আবার গেলহার্ডট লীডসকে এনে দেন সমতা। খেলা শেষের অন্তিম লগ্নে জর্জিনহোর দ্বিতীয় পেনাল্টি থেকে জয়ের দেখা পান টুখেল।
