মুম্বইতে শুরু টিম ইন্ডিয়ার কোয়ারেন্টিন

0

ওমিক্রণ সংক্রমণের মধ্যেই ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ শুরু হচ্ছে ভারতের। তার আগে আগামী ১৬ ডিসেম্বর বিরাট কোহলীরা দক্ষিণ আফ্রিকা রওনা হতে পারেন বলে খবর।
তবে তার আগে মুম্বইয়ে জৈবদুর্গে (বায়ো-বাবল) থাকতে হবে কোহলীদের।রবিবার থেকে শুরু হলো মুম্বইতে বিরাট দের শিবির। দক্ষিণ আফ্রিকায় গিয়ে ৪৪ দিন তাঁদের থাকতে হবে জৈবদুর্গে।
এক সর্বভারতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ১৬ ডিসেম্বর মুম্বই থেকে চার্টার্ড বিমানে করে দক্ষিণ আফ্রিকায় রওনা হবেন কোহলীরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরে সবাই নিজেদের মতো করে ছুটি কাটাচ্ছিলেন। তবে রবিবার দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে মুম্বইয়ে জড়ো হন টিম ইন্ডিয়ার সদস্যরা। এখানে তিন দিন জৈবদুর্গে থাকতে হবে ক্রিকেটারদের। তার পরে রওনা হবেন তাঁরা।
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন, "ক্রিকেটাররা রবিবার মুম্বাইতে মিলিত হবে। নিয়ম অনুসারে এই জৈব বলয়ে বিরাট কোহলি  ও রোহিত শর্মাকেও  ঢুকে যেতে হবে। ১৬ ডিসেম্বর চার্টার্ড ফ্লাইটে জোহানেসবার্গ উড়ে যাবে ভারতীয় দল।"
 ভারতীয় দুই তারকাকে নিয়ে প্রচুর চর্চা হয়েছে। রাহানে  আর পূজারা দু'জনেই অফ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় দু'জনকে বাদ দেওয়ার গণদাবিও উঠতে শুরু করে দিয়েছে। অনেকেই মনে করেছিলেন, দক্ষিণ আফ্রিকায় হয়তো রাহানেকে নিয়ে যাওয়া হবে না। তবে ভারতীয় বোর্ড অতটা কঠোর হয়নি। আসলে রাহানে আর পূজারা, দু'জনেরই ভারতীয় ক্রিকেটের প্রতি অবদানের কথা মাথায় রেখে আরও একটা সুযোগ দেওয়া হয়েছে। তবে বোর্ডে খবর নিয়ে জানা গেল, এটা শেষ সুযোগ হতে চলেছে দু'জনের কাছেই।
দক্ষিণ আফ্রিকা সফরে টিম ইন্ডিয়া তিনটি টেস্ট এবং একটি ওয়ানডে সিরিজ খেলবে। ভারতীয় দল এখনও দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিততে পারেনি এবং এমন পরিস্থিতিতে কোচ রাহুল দ্রাবিড়ের জন্যও এই সফর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতীয় দল ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট ম্যাচ খেলবে। দ্বিতীয় টেস্ট ৩ জানুয়ারি থেকে এবং তৃতীয় ও শেষ টেস্ট ১১ জানুয়ারি থেকে শুরু হবে। বিরাটের নেতৃত্বে ভারত সম্প্রতি নিউজিল্যান্ডকে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হারিয়েছে।

Post a Comment

0Comments

Post a Comment (0)