চোট পেয়ে টেস্ট সিরিজে বাইরে রোহিত

0

দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগেই বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টির পর ওয়ানডে দলের অধিনায়ক করা রোহিত শর্মা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেলেন টেস্ট সহ-অধিনায়ক রোহিত। মুম্বাইয়ে অনুশীলনের সময় এই চোট পান তিনি।রহাণের পরেই নেটে ঢোকেন রোহিত। উল্টো দিকে ছিলেন থ্রো ডাউন বিশেষজ্ঞ রঘু। আচমকাই রঘুর একটি বল লাফিয়ে উঠে রোহিতের গ্লাভসে লাগে। তিনি যন্ত্রণায় কাতরাতে থাকেন। তবে কিছুক্ষণ পরেই সামলে নেন তিনি। এর পর অনুশীলন দেখতে হাজির জনতার সঙ্গে নিরাপদ দূরত্ব রেখে নিজস্বীও তোলেন। তবে পরের দিকে জানা যায়, তাঁর ব্যথা বেড়েছে। সন্ধ্যা বোর্ডে র পক্ষ থেকে মেইল করে জানিয়ে দেওয়া হলো প্রোটিয়া সফরের টেস্ট সিরিজে নেই হিটম্যান। 

ইনজুরির কারণে দীর্ঘদিন অনুশীলনে অংশ নেননি রোহিত। ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতকে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে। ১৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবে টিম ইন্ডিয়া।
নিভৃতবাসে যাওয়ার আগে শেষ বার কড়া অনুশীলন করল ভারতীয় দল। মুম্বইয়ের নেটে হাজির ছিলেন অজিঙ্ক রহাণে, ঋষভ পন্থ, কেএল রাহুল এবং শার্দূল ঠাকুর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চোটের কারণে খেলেননি রহাণে। সোমবার প্রায় ৪৫ মিনিট ধরে নেটে পড়ে থাকলেন তিনি। থ্রো ডাউন বিশেষজ্ঞদের একের পর এক বল সামলালেন।

গতকালই মুম্বইয়ে টিম হোটেলে পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, লোকেশ রাহুল, শার্দুল ঠাকুর। বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে তাঁরা অনুশীলনও করেছেন বোলিং কোচ পরশ মামব্রের তত্ত্বাবধানে। সোশ্যাল মিডিয়ায় শ্রেয়স আইয়ার, জয়ন্ত যাদবরাও নিভৃতবাসের ছবি পোস্ট করেছেন। তবে বিরাট কোহলিকে নিয়েই চলছে যাবতীয় চর্চা। বিসিসিআই সূত্রে খবর, বিরাট কোহলি নাকি নিজের ফোন বন্ধ রেখেছেন। ফলে নির্বাচক ও বোর্ডকর্তারা কোহলির নাগাল পাচ্ছেন না।

Post a Comment

0Comments

Post a Comment (0)