ম্যাচের দিন একটা বিধিবদ্ধ সতর্কীকরণ জারি করা উচিত লাল হলুদ ম্যানেজমেন্টের। হার্টের সমস্যা থাকলে ম্যাচ দেখবেন না। বুকের ধকপুকুনি নিয়ে ৯০ মিনিট কাটান সমর্থকরা। তবে রবিবার মন্দের ভালো। হার ছেড়ে ড্রয়ে ফিরল এসসি ইস্টবেঙ্গল। রাজুর লম্বা থ্রো থেকে দলকে এগিয়ে দিয়েছিলেন টমি স্লাভ। আবার রাজুই ক্লিয়ার করতে গিয়ে ডোবালেন। গোলটা ওর জন্যই হলো। দ্বিতীয়ার্ধে অন্তত শুরুর ১৫ মিনিট কেরল ধুইয়ে দিলো। শুধু গোল পেলো না। এত দুর্বল মাঝমাঠ অন্য কোনো দলের নেই। এরপর তিনটে বদল করলেন মানালো ডিয়াজ। শেষ দিকে দুটো সুযোগ এলো। আপাতত এক পয়েন্ট প্রাপ্তি। এই দল জিতলে সেটা অঘটন
লিগের অঙ্কের ক্রমাগত ওঠাপড়া লেগেই রয়েছে। আইএসএল টেবলের সাপ-লুডোর অঙ্কে সকলকে ছাপিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে মুম্বই সিটি এফসি। এ দিকে শনিবার চেন্নাইয়িনের সঙ্গে ম্যাচ ড্র করে ছয়েই রয়ে গেল এটিকে মোহনবাগান। তবে ম্যাচ ড্র করে তিনে উঠে এল চেন্নাইয়ের টিমটি। এই মুহূ্র্তে আইএসএলের টিমগুলোর মধ্যে চেন্নাইয়িন একমাত্র অপরাজিত রয়েছে।সবুজ মেরুন কোচ হাবাস বলছেন,
আজ আমার দল যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলেছে। কৌশল ও টেকনিকের দিক থেকেও ওরা ভাল জায়গায় ছিল। আমি ওদের পারফরম্যান্সে খুশি। চেন্নাইয়িন যথেষ্ট ভাল দল। আমরাও প্রতি দিনই উন্নতি করছি। আমার কাছে আজকের পারফরম্যান্স সন্তোষজনক।আমাদের খেলোয়াড়দের রিকভারি খুব জরুরি। কিন্তু সেই সময়টাও ঠিকমতো পাচ্ছি না। অন্য দলের ক্ষেত্রেও তা-ই হচ্ছে। অন্য দলের খেলাও দেখেছি। এই গরমে, আর্দ্রতায় পাঁচ দিন অন্তর ম্যাচ খেলা, দু'ঘণ্টা বাসে করে এসে ম্যাচ খেলতে নামা মোটেও সহজ নয়। তার ওপর এই বায়ো বাবল। তাও আমার মনে হয় না দলের ছেলেরা কোনও শারীরিক সমস্যার মধ্যে আছে।
