আর কবে জয় পাবে লাল হলুদ। আইএসএল-এর যাত্রায় এখনও জয়ের মুখ দেখে উঠতে পারেনি ইস্টবেঙ্গল। গতকালের ম্যাচের পর দিয়াজ বলেন, "আমাদের দলের অবস্থা এ রকমই। বিপক্ষ অনেক গোলের সুযোগ তৈরি করছে। কেরালাও করেছে। আমরা শুরুতে এক গোলে পিছিয়েও যেতে পারতাম। আমাদের সৌভাগ্য, শুরুতে কেরালার গোল বাতিল হয়ে যায়।"
ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে দিয়াজ বলেন, ''আমাদের দলের অবস্থা এ রকমই। বিপক্ষ অনেক গোলের সুযোগ তৈরি করছে। কেরালাও করেছে। আমরা শুরুতে এক গোলে পিছিয়েও যেতে পারতাম। আমাদের সৌভাগ্য, শুরুতে কেরালার গোল বাতিল হয়ে যায়।''
কোচের পরিষ্কার স্বীকারোক্তি, ''তিন পয়েন্ট পাওয়ার মতো খেলতে পারছি না আমরা। এখনও অনেক পরিশ্রম করতে হবে। নিজেদের আরও উন্নত করে তুলতে হবে।''
রক্ষণের খারাপ খেলা তো আছেই, ইস্টবেঙ্গলকে বেশি ডোবাচ্ছে মাঝমাঠ। দিয়াজ আলাদা করে মাঝমাঠের কথা বলছেন না। হতাশ কোচের বক্তব্য, ''শুধু মাঝমাঠ নয়, পুরো দলের খেলাতেই উন্নতি দরকার। এই উন্নতিটা কোচ, খেলোয়াড় সবাইকেই করতে হবে।''
এদিকে,
মঙ্গলবার সর্ব ভারতীয় ফুটবল সংস্থার শৃঙ্খলারক্ষা সমিতি এফসি গোয়ার ফুটবলার হোর্খে ওর্তিজ ও এটিকে মোহনবাগানের ফিজিওথেরাপিস্ট লুইস আলফনসো রিদোন্দো মার্তিনেজের বিরুদ্ধে হিংসাত্মক আচরণের অভিযোগ এনেছে। দুই অভিযুক্তকেই আগামী ১৫ই ডিসেম্বরের মধ্যে নিজেদের উত্তর জমা দিতে হবে।
শনিবার বাম্বোলিমের অ্যাথলেটিক স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি'র মুখোমুখি হয়েছিল এফসি গোয়া। ওই ম্যাচ চলাকালীন বল মাঠের বাইরে চলে যাওয়ার পরও ওর্তিজ প্রতিপক্ষ ফুটবলারকে ধাক্কা দেন বলে অভিযোগ। এফসি গোয়ার তারকা ফুটবলার এআইআইএফের ডিসিপ্লিনারি কোডের আর্টিকেল ৪৮.১.২ ভেঙেছেন।
