প্রযুক্তি জটে নজিরবিহীন ভাবে বাতিল করা হয় চ্যাম্পিয়ন্স লিগে ড্র। ঘণ্টা দুয়েকের মধ্যে নতুন ড্র হয়। প্রথম ড্রতে লিওনেল মেসি -ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুখোমুখি নামার কথা ছিল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬তে। নতুন ড্রয়ে ম্যাঞ্চেস্টারের প্রতিপক্ষ এখন লুই সুয়ারেসের আতলেতিকো মাদ্রিদ। প্রথম ড্রয়ের মতো দ্বিতীয় ড্রয়েও চেলসি-লিল ম্যাচ অপরিবর্তিত। বাকি সাতটা টিমেরই প্রতিপক্ষ পাল্টে গেল!
এদিকে, লা লিগায়
মার্কো অ্যাসেনসিও উইলিয়ানস এবং করিম বেনজেমার গোলে সহজ জয় তুলে নিয়েছেন কার্লো আনচেলোত্তিরা। সম্পূর্ণ ম্যাচে রং ছড়িয়েছেন ব্রাজিলিয়ান বিস্ময় ভিনিসিয়াস জুনিয়র। টানা দশ ম্যাচ জিতে দুর্বার গতিতে ছুটছে রিয়েল মাদ্রিদ।
রাউন্ড ১৭-এর শেষে শীর্ষে থাকা রিয়েল মাদ্রিদের পয়েন্ট ৪২। চলতি লা লিগার মরশুমে কেবলমাত্র একটি ম্যাচেই হারের মুখ দেখেছে তারা। দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার থেকে ৮ পয়েন্ট এবং চিরপ্রতীদ্বন্দ্বী বার্সেলোনার থেকে ১৮ পয়েন্ট এগিয়ে গিয়েছে রিয়েল।
হ্যামস্ট্রিংএর চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ না হলেও মাদ্রিদ ডার্বিতে বেনজেমাকে নামান আনচেলোত্তি। আর ম্যাচের ১৬ মিনিটের মাথায় ভিনিসিয়াসের বাড়ানো ক্রস থেকে দুরন্ত এক ভলিতে রিয়েল মাদ্রিদকে এগিয়ে দেন বেনজেমা।
গত দুই ম্যাচে পরপর হতাশাজনক ড্রয়ের পর ফের এএস মোনাকোর বিরুদ্ধে জয়ের সরণীতে ফিরল প্যারিস সাঁ-জাঁ। নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে কিলিয়ান এমবাপের জোড়া গোলের সুবাদে ২-০ ব্যবধানে ম্যাচ জিতে নেয় পিএসজি।
ম্যাচের শুরুটা কিন্তু ভালই করেছিল মোনাকো। সোফিয়ান ডিয়পের শট ম্যাচের মাত্র দুই মিনিটের মাথায় পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা বাঁচিয়ে দেন।
তবে ম্যাচে ফিরতে লিগ ওয়ান লিডারদের বেশি সময় লাগেনি। অ্যাঞ্জেল ডি'মারিয়াকে জিব্রিলি সিডিবে পেনাল্টি বক্সে ফাউল করার পর ১২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপে। ম্যাচের ৪৫ মিনিটে প্রথমার্ধের বিরতির ঠিক আগে লিওনেল মেসির অ্যাসিস্ট থেকে ম্যাচের দ্বিতীয় গোলটিও আসে এমবাপের পা থেকেই।এই দুই গোলে এমবাপ্পের একটা রেকর্ডও হলো। পিএসজির জার্সিতে এ নিয়ে ১০০ গোল হয়ে গেল ফরাসি স্ট্রাইকারের। মাইলফলকটাই এমবাপ্পে পেরিয়েছেন রেকর্ড গড়ে।
বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়েছে বার্সেলোনা। বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের বিপক্ষে অসহায়ভাবে হেরে যাওয়ার পর নবনিযুক্ত কোচ জাভি বলেছেন আবার শূন্য থেকে শুরু করতে হবে সব। নতুন যুগের ডাক দিয়ে রেখেছেন জাভি। নতুন যুগের প্রথম দিনটা পরিকল্পনামাফিক কাটেনি তাঁর।
বার্সেলোনার আর্থিক দশা জাভিকে বাধ্য করছে তারুণ্যে আস্থা রাখতে। পুনর্গঠন প্রক্রিয়াটার শুরুটা সেই তরুণেরাই করেছেন। ওসাসুনার বিপক্ষে একাডেমির দুই তরুণ নিকো ও এজ আবদের গোলের পরও ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা।
