বিভাস মাহাতো
পতিরাম ব্যাডমিন্টন অ্যাভেঞ্জার্স এর আয়োজনে গতকাল সন্ধ্যে থেকে আজ ভোর পর্যন্ত পতিরাম তালতলামোড় রাণীবাজার মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ১৬ দলীয় ডাবলস্ নকআউট ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
এই টুর্নামেন্টটি উদ্বোধন করেন পতিরাম থানার A.S.I গৌতম হাজরা, S.I মহম্মদ আব্দুল হান্নান, পার্থ ঘোষ, মৃণাল কান্তি সাহা, কাজল সরকার, স্বরূপ মুখার্জি সহ পতিরামের বিভিন্ন প্রাক্তন খেলোয়াড় ও বিশিষ্ট জনেরা।
এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে মালদা, রায়গঞ্জ, গাজল, বালুরঘাট টাউনক্লাব, বালুরঘাট বিংশ শতাব্দী ক্লাব, তপন, গঙ্গারামপুর, নয়াবাজার এবং পতিরাম থেকে বিভিন্ন নামী দল।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চ্যাম্পিয়ন হয় গাজোলের বিপুল সরকার এবং অমিত পোদ্দার জুটি।
রানার্স হয় রায়গঞ্জের রঞ্জন কুমার সিংহ এবং আদর্শ বারেডিয়া জুটি।
তৃতীয় স্হান দখল করে মালদার উত্তীয় বড়াল এবং সৈকত দাস জুটি।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন গাজোলের বিপুল সরকার।
আয়োজক সংস্থার পক্ষ থেকে অভিজিৎ মুখার্জি, বাপীরুল ইসলাম, প্রীতম সাহারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এই টুর্নামেন্ট দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো।
