লা লিগায় জয়ে ফিরল রিয়াল। ভ্যালেন্সিয়াকে ৪-১গোলে হারিয়ে দিল রিয়াল। ম্যাচে জোড়া গোল করে নয়া রেকর্ড তৈরি করলেন বেনজিমা.ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে জোড়া গোল করার সুবাদে ফ্রান্সের এই তারকা স্ট্রাইকারে লা লিগায় বর্তমান গোল সংখ্যা ৩০১।গোলের ত্রিপল সেঞ্চুরি করার সুবাদে রিয়াল মদ্রিদের কিংবদন্তি'দের তালিকায় নিজের স্থান করে নিলেন বেঞ্জিমা।
২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন ৩২ বছর বয়সী এই ফরাসি স্ট্রাইকার। তারপর স্প্যানিশ জায়ান্টদের বহু উত্থান-পতনের সাক্ষী থেকেছেন তিনি। নিজেকে এগিয়ে নিয়ে গেছেন শ্রেষ্ঠত্বের চূড়ায়। তিন কিংবদন্তিদের পাশে স্বর্ণাক্ষরে লিখে নিলেন নিজের নাম। বেনজিমা সামনে রয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি আলফ্রেদো ডি স্টেফানো। যিনি রিয়ালের জার্সি গায়ে ৩৯৬ ম্যাচে ৩০৮ গোল করেছেন। এরপরই রয়েছেন স্প্যানিশ কিংবদন্তি রাউল গঞ্জালেজ। যিনি ৭৪১ ম্যাচে করেছেন ৩২৩ গোল। সবার উপরে রয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যিনি রিয়াল মাদ্রিদের জার্সিতে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। রোনাল্ডোর রেকর্ডের খাতায় রয়েছে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল।
নিজের পুরো কেরিয়ারে রোনাল্ডো'র গোল সংখ্যা ৪০৩। রিয়ালে যোগ দেওয়ার আগে লিয়ঁ'র জার্সিতে ৬৬টি গোল করেছেন করিম বেঞ্জিমা। ফ্রান্সের জার্সিতে তাঁর গোল সংখ্যা ৩৬। ফরাসি ফুটবলার হিসেবে ক্লাব এবং দেশের জার্সি মিলিয়ে সব থেকে বেশি গোল রয়েছে থিয়ো অঁরি'র।
করোনা সংক্রমণে প্রবল সঙ্কটে বার্সেলোনা। মাঠে নেমেও স্বস্তি মিলল না জ়াভির প্রশিক্ষণাধীন দলের। শনিবার লা লিগায় গ্রানাদার বিরুদ্ধে এগিয়ে গিয়েও জয় পেল না দানি আলভেসরা।
ম্যাচ শেষ হল ১-১।বার্সেলোনার মতো শুক্রবার হারতে হয়েছে বায়ার্ন মিউনিখককে। গ্রানাদার মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। লুক ডি ইয়ংয়ের গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন আন্তোনিও পুয়ের্তাস। ম্যাচের ৭৯ মিনিটে জাভির লালকার্ডে ব্যাকফুটে চলে যায় কাতালানরা। অ্যালেক্স কোল্লাডোকে পেছন দিক থেকে ধেয়ে এসে পায়ে আঘাত করেন জাভি। বাজে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েতে বাধ্য হন। ১০ জনের দলে পরিণত হয়ে চাপে পড়ে বার্সা।
লিগে এই নিয়ে সবশেষ পাঁচ রাউন্ডে তিনটিতে ড্র করল বার্সেলোনা, অন্য দুটিতে জিতেছে তারা। ২০ ম্যাচে আটটি করে জয় ও ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে বার্সেলোনা। ২৪ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে গ্রানাদা। ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।
গত সেপ্টেম্বরে আসরে প্রথম দেখায় বার্সেলোনাকে তাদেরই মাঠে ১-১ গোলে রুখে দিয়েছিল গ্রানাদা। ওই ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ার পর শেষের গোলে কোনোমতে হার এড়িয়েছিল স্বাগতিকরা। এবার হলো উল্টো।
বুন্দেশলিগায় রবার্ট লেয়নডস্কিদের বিরুদ্ধে ২-১ জিতেছে বরুসিয়া মনশেনগ্ল্যাডবাখ। ১৮ মিনিটে পোলিশ তারকার গোলে ১-০ এগিয়েও শেষরক্ষা হয়নি।দলের অন্যতম অভিজ্ঞ ফুটবলার থোমাস মুলার বলেছেন, 'হারটা কাম্য ছিল না। তবে করোনার জন্য শিবিরের যা চেহারা দাঁড়িয়েছে, তার পরে এই হারকে খুব বড় করে দেখার প্রয়োজন নেই।'
