রোহিতের ডেপুটি কে? চর্চা তুঙ্গে

0

ভারতীয় দলে নেতৃত্বের ধরন আগামিদিনে পুরোপুরি পাল্টে যেতে চলেছে। টেস্ট এবং সীমিত ওভারে দু'ধরনের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। পরবর্তী নেতাকেও তৈরি করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
একদিনের ক্রিকেটের নেতৃত্ব থেকে বিরাট কোহলীকে সরানোর পর সেই দায়িত্ব দেওয়া হয়েছে রোহিত শর্মাকে।

আর রোহিতের কাঁধে দ্বায়ীত্ব উঠতেই প্রশ্ন উঠেছে কে হবে রাহুলের ডেপুটি? সূত্রের খবর, তারকা ওপেনার কে এল রাহুলকে দায়িত্ব দেওয়া হতে পারে ভারতের ওডিআইয়ের সহ-অধিনায়ক হিসেবে। ইতিমধ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ আন্তর্জাতিক সিরিজে সহ অধিনায়কের দায়িত্ব পালন করেছেন রাহুল। জানা গিয়েছে এবার তা স্থায়ী করে দেওয়া হবে।
এই নিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্তা বলেন, "কে এল রাহুল আগামী সহ অধিনায়ক হতে চলেছেন। এটিই সঠিক সিদ্ধান্ত সাদা বলের ফর্ম্যাটের ক্ষেত্রে। গত কয়েক বছরে উনি দুর্দান্ত খেলেছেন। ওনার মধ্যে এখনও ৬-৭ বছরের খেলা রয়েছে এবং আগামী অধিনায়ক হওয়ার জন্য প্রস্তুত হতে পারেন। দ্রাবিড়ের সাথে রোহিত আর বিরাট থাকায়, উনি অনেক কিছু শিখবেন।" রোহিত বলেন, "রাহুল ভাই নিজে একজন অসাধারণ ক্রিকেটার ছিলেন। সবাই জানে সেটা। এই নিয়ে কোনও সন্দেহ নেই। সকলে দেখেছে কী ক্রিকেটটাই না দ্রাবিড় ভাই খেলেছেন। তিনি নিজে বারবার বলেছেন যে, তিনি কখনও প্রতিভাবান ছিলেন না। কঠোর পরিশ্রম করেই আজ এই জায়গায় এসেছেন। আমি মনে করি এই মানসিকতাই প্রতিফলিত হবে দলে। দ্রাবিড় ভাই এটা নিশ্চিত করবে যে, গোটা দলই খুব খাটবে। কাউকে থালায় করে কিছু সাজিয়ে দেওয়া হবে না। খেটে সেটা অর্জন করতে হবে। এই প্রক্রিয়াটা সকলে উপভোগ করবে। সবার ভাললাগবে। এটা একটা কাঠামো। এটাই তৈরি করবে দ্রাবিড় ভাই।"

এদিকে এই সফরে শেষ সুযোগ রাহানে পূজারার জন্য। 
ভারতের টেস্ট দলে তারা দুজন অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান। দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও অতীতে বহু স্মরণীয় ইনিংস খেলেছেন দুজনেই। কিন্তু সাম্প্রতিককালে একেবারেই চেনা ফর্মে পাওয়া যাচ্ছেনা অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারাকে ।
দ্বিতীয়জন তবু কিছুটা চেষ্টা করলেও সম্পূর্ণ ব্যর্থ রাহানে। সেই অস্ট্রেলিয়া সফরে মেলবোর্ন টেস্টে শতরান করার পর ব্যাটে খরা চলছে মুম্বই তারকার। বিদেশের পাশাপাশি ব্যর্থ হচ্ছেন দেশের মাটিতেও।

Post a Comment

0Comments

Post a Comment (0)