প্রথম দিনে ব্যাটিং বিপর্যয় রুটদের

0

প্রথম দিনেই বল হাতে  দাপট দেখালেন প্যাট কামিন্স। অজিদের বিরুদ্ধে প্রথম টেস্টে টস জিতে প্রথমে কেন ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট ? প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক। কারণ, শুরু থেকেই জানা ছিল, মেঘলা থাকবে সারাটা দিন। বল সুইং করার আদর্শ পরিবেশ পাবেন অজিরা। সেই পরিস্থিতি কাজে লাগিয়েই প্রথম বল থেকেই আক্রমণ অস্ট্রেলিয়ার। টেস্ট ও সিরিজের প্রথম বলেই বোল্ড ইংল্যান্ড ওপেনার ররি বার্নস। শুরু থেকেই উইকেট হারানোর প্রদর্শনী। প্রথমে স্টার্ক ও হ্যাজেলউড, তারপর অধিনায়ক কামিন্স  নিজে। ৫০ ওভার ১ বলে খেলে ১৪৭ রানে অল আউট ইংল্যান্ড।
ইংল্যান্ডের ১৪৭ রানের হাত ধরে ২৪ বছর পর অ্যাসেজে সবচেয়ে কম রানের ইনিংস হল।
১৯৯৭ সালে এজবাস্টনে ১১৮ রান করেছিল অস্ট্রেলিয়া। এটা অ্যাসেজের প্রথম ইনিংসে সবচেয়ে কম রানের স্কোর। এর ২৪ বছর পর ইংল্যান্ড ১৪৭ রান করল। এত কম স্কোর এই ২৪ বছরে অ্যাসেজ সিরিজে হয়নি।
ব্রিটিশ অধিনায়ক জো রুট টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। কিন্তু শুরু থেকেই অজিদের আগুনে বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ে ইংল্যান্ড।
একই টেস্টে রেকর্ড করেছেন অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক প্যাট কামিন্সও।অস্ট্রেলিয়ার দ্বিতীয় অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে এবং তৃতীয় অধিনায়ক হিসেবে অ্যাশেজে এক ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি।
এর আগে ১৮৯৪ সালে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে অভিষেকে ৫ উইকেট নিয়েছিলেন জর্জ গ্রিফিন। মেলবোর্নে ১৫৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। ১২৭ বছর পরে সেই রেকর্ড স্পর্শ করলেন কামিন্স। অন্য দিকে ১৯৮২ সালে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে অ্যাশেজে ৫ উইকেট নিয়েছিলেন বব উইলিস। ৩৯ বছর পরে সেই রেকর্ড ছুঁলেন কামিন্স।

Post a Comment

0Comments

Post a Comment (0)