কেন টেস্ট ক্লাসিক তা আবার ও প্রমাণ করল সিডনি। টান টান ম্যাচ। একটা হারা ম্যাচও যে ড্র করা যায় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ইংল্যান্ড। সেই সঙ্গে হোয়াইটওয়াশের হাত থেকেও রক্ষা পেল ব্রিটিশরা। সিডনিতে চতুর্থ টেস্ট ড্র করে মান বাঁচালো রুট বাহিনী।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের জন্য জয়ের টার্গেট ছিল ৩৮৮ রান। যার মধ্যে বিনাম উইকেটে ৩০ রান করে ফেলেছে চতুর্থ দিনের শেষে। রবিবার শুরুতেই দুটো পরপর ধাক্কা। ৯ রানে আউট হামিদ। ৪ রানে আউট মালান। ৭৪ রানে মাত্র ২ উইকেট হারিয়ে হাঁসফাঁস অবস্থা ইংল্যান্ডের। লড়াই চালাচ্ছিলেন একমাত্র ওপেনার জ্যাক ক্রলি। একা লড়াই করছিলেন ব্যাট হাতে। রুটের সঙ্গে জুটি জমতে না জমতেই এবার আউট সেই ক্রলি।মাত্র ৯৬ রানে ইংল্যান্ড হারায় ৩ উইকেট। ৯৬ রানের মধ্যে ৭৭ রানই ছিল ক্রলির। এরপর কখনও রুট-স্টোকস। কখনও বা বেয়ারস্টো-স্টোকস। কামিন্স-স্টার্কদের বিরুদ্ধে চলল নিরন্তর লড়াই। বামদিকে চোট থাকা সত্ত্বেও বেন স্টোকস দারুণ ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ১০ টি চার এবং ১ টি ছক্কা রয়েছে। প্রথম ইনিংসে তিনি ৬৬ রান করেছিলেন। কিন্তু ইংল্যান্ডের ভাগ্য সহায়ক ছিল না। বৃষ্টির কারণে পঞ্চম দিনের খেলা আটকায়। এদিন ইংল্যান্ড কোনও উইকেট না খুইয়ে ৩০ রান এই অবস্থায় খেলতে নেমেছিল। কিন্তু সকালের ভাগেই ওপেনার হসিব হামিদ এবং ডেভিড মালানের উইকেট হারায়।
সেই ওভারের শেষ বলে স্মিথের বলে স্লিপে খোঁচা দিয়ে আউট হন লিচ। তেড়েফুঁড়ে আক্রমণ চালায় অজিরা। ব্যাটারের সামনেই আট দশজন ফিল্ডার দাঁড় করিয়ে দেওয়া হয়। কিন্তু ব্রডকে ছ' বলের একটাতেও আউট করতে পারেননি লায়ন। অ্যান্ডারসনকেও পরাস্ত করতে পারেননি স্মিথ।
