জকোভিচ বিতর্ক , আজ ফের শুনানি

0


আরও জটিল হচ্ছে অস্ট্রেলিয়া সরকার বনাম  নোভাক জকোভিচের বিতর্ক।।  শনিবার ফের তাঁকে ডিটেনশনে রাখার সিদ্ধান্ত নিল অজি প্রশাসন।সূত্রের খবর, মেলবোর্নে যেখানে তাঁকে রাখা হয়েছে, সেই ঠিকানা গোপন রাখার চেষ্টা করা হচ্ছে। যাঁরা বিনা অনুমতিতে কোনও দেশে প্রবেশ করেন, সেই অভিযুক্তদের মতো শনিবার রাতটা ডিটেনশনে কাটাতে হবে সার্বিয়ান তারকাকে।
ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। এরপর বিশ্বের নম্বর ওয়ান টেনিস তারকাকে সার্বিয়া ফেরানো না হলেও ফের আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। সেখান থেকেই আইনি লড়াই লড়তে হবে তাঁকে। রবিবার সকালে মেলবোর্নের ফেডেরাল কোর্টে জোকোভিচের শুনানি শুরু হবে। তাঁর আইনজীবীর দফতর থেকে জোকোভিচ সেই মামলার দিকে নজর রাখতে পারবেন। তবে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের দুই আধিকারিক সবসময় তাঁর সঙ্গে থাকবেন। 

এবার জোকার বিতর্কে সরব 
 রাফায়েল নাদাল। স্প্যানিশ তারকা বলেন, '' আমি বারবার বলছি যে বিশ্বের অন্যতম সেরা টেনিস প্লেয়ার জকোভিচ। টেনিসের ইতিহাসেও অন্যতম সেরা ও, এই নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু একজন প্লেয়ারের থেকে একটা টুর্নামেন্ট সবসময় বেশি গুরুত্বপূর্ণ, তাই নয় কি? প্লেয়ার আসবে, চলেও যাবে। কেউ সারাজীবন টিকে থাকে না, কেউ না। "

Post a Comment

0Comments

Post a Comment (0)