আইএসএল , নেতৃত্ব ছাড়লেন অরিন্দম, ম্যাচ বাতিল বাগানের

0

Satsakal.com
বিতর্ক আর বিতর্ক। শেষ নেই লাল হলুদে।  অধিনায়কের পদ ছেড়ে দিলেন গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। টুইট করে দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে দিলেন অরিন্দম। 
শনিবারের বিকালে অরিন্দমের টুইটার থেকে জোড়া টুইট পোস্ট করা হয়। প্ৰথম টুইটে লেখা হয়, "খেলার প্রতি বরাবর সৎ থেকেছি। এই মুহূর্তে পারিপার্শ্বিক কারণে আমি ইস্টবেঙ্গলের নেতৃত্ব ছাড়তে বাধ্য হলাম।"দ্বিতীয় টুইটের বয়ান, "তবে বরাবরের মত যখনই মাঠে নামব, ক্লাবকে, এই জার্সিকে, সমর্থকদের ১০০ শতাংশ উজাড় করে দেব। এর বাইরে ক্লাবকে যেকোনও উপায়ে সাহায্য করতে তৈরি থাকব। আপাতত ভালভাবে মরশুম ফিনিশ করা হোক।"ফিটনেস ট্রেনার থেকে মাঠের বাইরে ম্যানেজমেন্টের পেশাদারিত্ব। সবেতেই প্রশ্নের মুখে শ্রী । অরিন্দমের সিদ্ধান্ত সেই ক্ষোভের চূড়া মাত্র।



এদিকে এটিকে মোহন বাগান-বেঙ্গালুরু এফসির ম্যাচ স্থগিত হয়ে গেল।  ।দুই দলের একাধিক ফুটবলার এবং সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত।
গোয়াতেও ক্রমশ চোখ রাঙাচ্ছে কোভিড। এটিকে মোহনবাগানের ফুটবলার, সাপোর্ট স্টাফ মিলিয়ে দশজনের উপর করোনা সংক্রমিত।
 ফুটবলারদের স্বাস্থ্য এবং সুরক্ষার কথা ভেবেই ম্যাচটি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত আইএসএলে।
 আইএসএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, "প্রতিটি ম্যাচের আগে অনেকগুলি ফ্যাক্টর বিবেচনা করা হয়। তার মধ্যে রয়েছে একটি ক্লাবের দল নামানোর জন্য যথাযথ ফুটবলার রয়েছে কি না, দলে কোভিড সংক্রমণের হার, এই পরিস্থিতিতে ম্যাচের প্রস্তুতি করা সম্ভব কি না। ফুটবলার এবং লিগের সঙ্গে যুক্ত সকলের স্বাস্থ্য আমাদের কাছে অগ্রাধিকার পাবে। লিগ কর্তৃপক্ষ সবদিক পর্যবেক্ষণ করেই পরবর্তী পদক্ষেপ নেবে।" ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল রয় কৃষ্ণাদের। এটিকে মোহনবাগান দলের একাধিক ফুটবলার করোনা আক্রান্ত হওয়ায় চিকিত্সক দলের পরামর্শ মেনে সেই ম্যাচ স্থগিত রাখল আইএসএল।
 একই টুর্নামেন্ট। কিন্তু নিয়ম কেন আলাদা হবে? সোশ্যাল সাইটে গরগরে ক্ষোভ উগরে দিয়েছেন এডু বেদিয়া। স্পষ্ট অভিযোগ এটিকে মোহনবাগানকে অন্যায়ভাবে সুবিধা পাইয়ে দেয়া হচ্ছে। একই টুর্নামেন্ট। কিন্তু নিয়ম আলাদা। এ আবার হয় নাকি? গোয়ার ম্যাচ ছিল ২৪ ঘন্টা আগে। ডেরেক পেরেরার দলের বেশ কয়েকজন কোরোনা আক্রান্ত হয়েছেন। তাও ম্যাচ স্থগিত হয়নি। কিন্তু এটিকে মোহনবাগানের ক্ষেত্রে দুটো ম্যাচ স্থগিত হলো। কিন্তু লীগের নিয়ম অনুযায়ী ১৫ জন ফুটবলার থাকলেও ম্যাচ করা যায়। কেন একটি দল সুবিধা পাচ্ছে? রীতিমতো আইএসএল কে আক্রমণ করেছে গোয়া।


এদিকে করোনা হানা লাল হলুদ শিবিরে। দলের বেশ কয়েক জন করোনা আক্রান্ত হয়েছে বলে খবর    ।১৯ তারিখ এফসি গোয়ার বিরুদ্ধে পরের ম্যাচ এসসি ইস্টবেঙ্গলের। কিন্তু তার আগে আইএসএল স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।  বেঙ্গালুরু এফসিতেও করোনা সংক্রমিত অধিকাংশ ফুটবলাররা। এফসি গোয়াতে আগেই থাবা বসিয়েছে কোভিড। রেহাই পায়নি ওড়িশা এফসিও। এই অবস্থায় লিগ চালিয়ে যাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।

Post a Comment

0Comments

Post a Comment (0)