Satsakal.com আইনী লড়াইয়ে হেরে অস্ট্রেলিয়ান ওপেনে নামার স্বপ্ন অধরাই থাকল জকোভিচের। অস্ট্রেলিয়া সরকারের দ্বিতীয়বার ভিসা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের আবেদন করেছিলেন সার্বিয়ান তারকা। কিন্তু আদালতের ডিভিশন বেঞ্চের সিদ্ধান্ত জকোভিচের বিপক্ষে গেল।
তাঁর ভিসা বাতিল করার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন জোকার। সামগ্রিক পরিস্থিতি এবং দাখিল করা কাগজ পত্র দেখে ভিসা বাতিলের সেই সিদ্ধান্তকে অনৈতিক ঘোষণা করেছিল আদালত।
সেই আবেদনই রবিবার খারিজ করে দিল ফেডারেল আদালত। অর্থাত্ আর অস্ট্রেলিয়াতে থাকতে পারবেন না জোকোভিচ। যার ফলে জোকোভিচের অস্ট্রেলিয়ান ওপেনে প্রতিদ্বন্দ্বিতা করাও শেষ।
রবিবারের শুনানিতে তিন বিচারকের প্যানেল জানিয়ে দেয়, "জোকোভিচ যে আবেদন করেছেন তা অযৌক্তিক। অস্ট্রেলিয়ার সার্বিক কোভিড পরিস্থিতিতে সেই আবেদন কোনও মতেই মেনে নেওয়া যায় না। তাই তাঁর আবেদন খারিজ করে দেওয়া হয়।"
ফলে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে মেলবোর্ন পার্কে নামা হল না তার। রবিবার রাতেই অস্ট্রেলিয়া ছাড়লেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা।
জকোভিচের কোভিড টিকা না হওয়া সত্ত্বেও বিশেষ ছাড় দিয়েছিল অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ। সেই ছাড়পত্র নিয়েই মেলবোর্ন বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন সার্বিয়ার টেনিস তারকা। কিন্তু সেখানে তাঁকে আটকে দেওয়া হয়। প্রশাসনের তরফে জানানো হয়, সার্বিয়ার তারকার ভিসার আবেদনপত্রে ভুল থাকায় তাঁকে বিমানবন্দর থেকে বেরোনোর অনুমতি দেওয়া হয়নি। প্রশাসনের দাবি ছিল, টিকা নেওয়া না থাকলেও কীসের ভিত্তিতে তিনি বিশেষ মেডিক্যাল প্যানেলের ছাড়পত্র পেলেন, তার কোনও স্পষ্ট উত্তর নাকি তিনি দিতে পারেননি। ঘটনার জল গড়ায় আদালত পর্য.ন্ত। কিন্ত শেষ অবধি হারতেই হল জোকারকে। সোমবার সার্বিয়ার অখ্যাত মিওমির কেমানোভিচের বিরুদ্ধে খেলতে নামার কথা ছিল জোকারের। কিন্তু ফের একবার ভিসার আবেদন খারিজ করে দেওয়ার জন্য এ বার অস্ট্রেলিয়া থেকে বিদায় নিতে গত বারের চ্যাম্পিয়ন ও ২০টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী জোকারকে।কোভিড টিকা না নিয়ে খেলতে আসায় গত ২ সপ্তাহ ধরে অস্ট্রেলিয়া প্রশাসন এবং জকোভিচের মধ্যে লড়াই চলছিল। প্রথম রাউন্ডে জিতলেও ফাইনাল রাউন্ডে জয় অধরাই থাকল সার্বিয়ান তারকার। তাই কোভিড যুদ্ধে জয়ী হয়েও আইনের লড়াইয়ে হেরে কোর্ট ছাড়লেন জকোভিচ।চোটের জন্য ফেডেরার নেই, খেলতে পারছেন না জকোভিচও। ফলে সোমবার থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ান ওপেনে আর্কষণের কেন্দ্রবিন্দুতে রাফায়েল নাদাল। জকোভিচকে ধরেই সূচি সাজিয়েছিল টুর্নামেন্ট আয়োজকরা। কিন্তু সার্বিয়ান তারকা না খেলায় বদলাচ্ছে সূচি। নতুন করে বাছতে হবে শীর্ষ বাছাইও। সব মিলিয়ে শুরুতেই বেসামাল আয়েজকরা।
