আইপিএলে নতুন স্পনসর টাটা

0



Satsakal.com
 ২০২২ সালে আইপিএলে স্পনসর বদল।   ভিভোর বদলে  আইপিএলের টাইটেল স্পনসর হল টাটা গ্রুপ ।জানিয়ে দিলেন আইপিএল কমিটির চেয়ারম্যান ব্রিজেস প্যাটেল।
শোনা যায় ইতিপূর্বে ভিভো নাকি আইপিএল গভর্নিং কাউন্সিলের কাছে এই টুর্নামেন্টের খেতাব স্বত্ব টাটার হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করেছিল। দেশের অন্যতম বড় কর্পোরেট সংস্থা হল টাটা। তবে এই লিগের টাইটেল স্পনসরশিপের চুক্তির মেয়াদ এখনও ২ বছর ভিভোর হাতেই রয়েছে। তবে তার আগেই টাটা প্রধান স্পনসর হতে চলেছে।যদিও, টাটা গোষ্ঠীর সঙ্গে আইপিএলের ঠিক কত টাকার চুক্তি হয়েছে, সেটা এখনও স্পষ্ট নয়।আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল সংবাদসংস্থা এএনআইকে এ খবর সুনিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, হ্যাঁ আমরা আইপিএলের পরবর্তী টাইটেল স্পনসর হিসাবে টাটাকে চাইছি। কারণ, ভিভোর সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরেই টাটাকে টাইটেল স্পনসর হিসাবে চাইছেন তাঁরা। ভিভোর সঙ্গে এখনও দুই বছরের চুক্তি বাকি থাকলেও টাটাকেই বেছে নিচ্ছে বোর্ড।

 তবে, ভিভোর সঙ্গে বোর্ডের পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়ে গিয়েছে বলেই সূত্রের খবর।
২০১৮ সালে লিগের টাইটেল স্পন্সরশিপের জন্য ৪৪০ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছিল। এই চুক্তিটি আইপিএল ২০২৩ মরসুমের পরে শেষ হওয়ার কথা ছিল, তবে দুই পক্ষই অকালেই বিচ্ছেদ হয়ে গেছে। আইপিএল টাইটেল স্পন্সরশিপ নিয়ে ভিভো বিসিসিআই-এর সাথে তার বর্তমান চুক্তি টাটার কাছে হস্তান্তর করার অনুরোধ করেছে বলে মনে করা হয়, যা গভর্নিং কাউন্সিলের সভায় অনুমোদিত হয়েছিল। এদিকে অপরিবর্তিত থাকছে আইপিএল নিলামের দিনক্ষণ। ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতেই হবে নিলাম ।
এদিকে,
প্রোটিয়া সফর শুরুর আগে ভারতীয় একদিনের দলে করোনার হানা। 

অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর -এর করোনা রিপোর্ট পজেটিভ এসেছে । ফলে তিনি দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না।তার পরিবর্তে দলে এলেন জয়ন্ত যাদব।
দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার জন্য মুম্বই থেকে উড়ে যাওয়ার কথা ভারতের ওয়ানডে দল থাকা ক্রিকেটারদের। ওয়াশিংটন সুন্দর মুম্বইয়ে আসার আগেই করোনা আক্রান্ত হলেন।
গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে শেষবার দেখা গিয়েছিল ওয়াশিংটনকে। দলের সঙ্গে ইংল্যান্ড উড়ে গেলেও আঙুলে চোটের কারণে টেস্ট সিরিজ থেকে বাদ পড়েন তরুণ অলরাউন্ডার। গত বছর এই একই কারণে দুবাইয়ের আয়োজিত আইপিএলের দ্বিতীয় পর্ব এবং টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নিতে পারেননি তিনি। তবে ঘরোয়া ক্রিকেট দিয়ে কামব্যাক করাই লক্ষ্য ছিল তাঁর। বিজয় হাজারে ট্রফিতে নজরকাড়া পারফরম্যান্স করেন। প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য ১৮ জনের দলে জায়গাও করে নেন। কিন্তু বিধি বাম।। খেলা হচেছ না তার।

Post a Comment

0Comments

Post a Comment (0)