Satsakal.com
করোনা আতঙ্কে বাতিল হয়ে গিয়েছে বহু টুর্নামেন্ট।এবার আইপিএল নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। দেশের বিভিন্ন রাজ্যে না করে শুধুমাত্র মুম্বইয়ে গোটা টুর্নামেন্ট করার কথা ভাবছে বিসিসিআই। শোনা যাচ্ছে, এই বিষয়ে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গেও একদফা কথা হয়েছে।
।বোর্ডের প্ল্যান বি-তে সবথেকে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র ।কারণ এই রাজ্যে চারটি স্টেডিয়াম রয়েছে ।ওয়াংখেড়ে স্টেডিয়াম, ডি ওয়াই প্যাটেল স্টেডিয়াম, ব্রাবোর্ণ স্টেডিয়াম এবং পুনে স্টেডিয়াম এই চারটি মাঠেই আইপিএলের সমস্ত ম্যাচ করার পরিকল্পনাদর্শকশূণ্য স্টেডিয়ামে ম্যাচ হবে। ক্রিকেটার সাপোর্ট স্টাফ এবং বোর্ড অফিশিয়াল জন্য জীবন সুরক্ষা বলয় তৈরি করা হবে
এই বলয়ে থাকা প্রত্যেক ব্যক্তির তিন দিন অন্তর আরটিপিসিআৱ টেস্ট করা হবে
।সূত্রের খবর খুব তাড়াতাড়ি মহারাষ্ট্র সরকারের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের সঙ্গে আলোচনায় বসতে পারেন বোর্ডের শীর্ষ পদাধিকারীরা। তবে মহারাষ্ট্র জড়েও করোনা গ্রাফ উর্ধ্বমুখি, তাই উদ্ভব ঠাকরের প্রশাসন থেকে সবুজ সংকেত না পেলে আইপিএলের গন্তব্য হতে পারে সেই মরুদেশই।করোনার জেরে আপাতত বিশবাঁও জলে রঞ্জি ট্রফি থেকে বোর্ডের সমস্ত ঘরোয়া টুর্নামেন্ট। কিন্তু আইপিএল কে বাঁচাতে বদ্ধপরিকর বিসিসিআই। মহারাষ্ট্রে যেকোন উপায়ে চলতি বছরের আইপিএল করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মহারাষ্ট্র ক্রিকেট বোর্ডের অ্যাপেক্স কমিটির আলোচনাসভায়, বিসিসিআইয়ের অন্তর্বর্তীকালীন সিইও এবং আইপিএলের চিফ অপারেটিং অফিসার হেমাং আমিন এই বিষয়ে মুম্বই ক্রিকেটের প্রধান বিজয় পাতিলের সঙ্গে কথাবার্তাও বলেছেন বলে একই রিপোর্টে দাবি করা হয়।এদিকে প্রশ্ন উঠতেই পারে যে রাজ্যে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, সেখানে আইপিএল আয়োজনের কথা কেন ভাবছে বোর্ড? তার কারণ হল, এই সংক্রমণ রুখতে মহারাষ্ট্র সরকার বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কোভিড বিধি মেনে টুর্নামেন্টের আয়োজন করা যেতে পারে। সেই কারণেই মুম্বইয়ে আইপিএল করার কথা ভাবা হচ্ছে।
অন্যদিকে, করোনার জেরে আপাতত স্থগিত হয়ে গেল অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফি। আগেই সমস্ত টুর্নামেন্ট স্থগিত করে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। একমাত্র চালু ছিল অনূর্ধ্ব ১৯ দলের এই টুর্নামেন্টটি ।কিন্তু দেশজুড়ে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার আর কোনো ঝুঁকি নিল না বিসিসিআই
