ব্যর্থ ব্যাটিং , একমাত্র লড়াই কোহলির

0

Satsakal.com

কোহলির দুর্দান্ত প্রত্যাবর্তন দেখল কেপ টাউন। প্রোটিয়াদের বিরুদ্ধে একা বাঘের মতো লড়লেন ভারত অধিনায়ক। কিন্তু কোহলির  একার লড়াইই সার। উলটো দিক থেকে যোগ্য সংগত পেলেন না তিনি। নিজের ৯৯তম টেস্টে কেরিয়ারের ৭১ তম শতরানও অধরা থেকে গেল বিরাটের। টসে জিতে প্রথমে ব্যাট করার সিধান্ত নেয় কোহলি। 

সেই নিউল্যান্ডস, যেখানে ভারত কোনওদিন কোনও টেস্ট ম্যাচ জেতেনি। যে মাঠে বরাবর দাপট দেখিয়ে এসেছেন পেসাররা। যদিও সিরিজ জিততে মরিয়া ভারতীয় শিবির প্রথম ব্যাটিং করে যেন বার্তা দিতে চাইল যে, লড়াইয়ের জন্য তারা প্রস্তুত।

প্রথম দিন প্রথমে ব্যাট করে মধ্যাহ্নভোজের বিরতির সময় ভারতের স্কোর ছিল ২ উইকেটে ৭৫ রান। শুরুটা ভালই করেছিলেন দুই ওপেনার কে এল রাহুল ও ময়ঙ্ক অগ্রবাল। ১১.২ ওভারে ৩১ রান যোগ করেন তাঁরা। কিন্তু এরপরই প্রত্যাঘাত প্রোটিয়া বোলারদের। রাহুলকে (১২) ফিরিয়ে দেন ডুয়ান অলিভিয়ের। তার ৬ বল পরেই ময়ঙ্ককে ফেরান কাগিসো রাবাডা। শুরুতে উইকেট থেকে সুইং এবং বাউন্স দুটোই পাচ্ছিল প্রোটিয়া পেসাররা। সেটা কাজে লাগিয়ে শুরুতে ভারতীয় ব্যাটিংয়ে কম্পন ধরিয়ে দেন।কিন্তু হাল ধরেন চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলি। এর পর পূজারা ফিরলেন ৪৩রানে। 

একমাত্র লড়াই চালালেন বিরাট কোহলি। একের পর এক ক্রিকেটার ফিরলেও ব্যাট হাতে মাটি কামড়ে পরে থাকলেন অধিয়ানক। শেষ পর্যন্ত ২০১বলে ৭৯রান করেন কোহলি। 
উলটোদিকে অধিনায়ক কোহলি বীর বিক্রমে লড়াইটা চালিয়ে যান। সংযম বজায় রেখে ১৫৮ টি বলে অর্ধশতরান করেন তিনি। ততক্ষণে ৫ উইকেট চলে গিয়েছে দলের। অর্ধশতরানের পরও দুর্দান্ত খেলছিলেন ভারত অধিনায়ক। কিন্তু ক্রমেই নিঃসঙ্গ হতে থাকেন তিনি। একে একে অশ্বিন , ঠাকুর, বুমরাহরা প্যাভিলিয়নে ফিরে যান। শেষদিকে কার্যত একাই দু'দিক সামলাতে হচ্ছিল বিরাটকে। কিন্তু তাঁর এই ইনিংস যে কোনও শতরানের চেয়ে কম নয়, সেটা মেনে নিলেন স্বয়ং সুনীল গাওস্কর

টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস শেষ হলো ২২৩রানে। দক্ষিণ আফ্রিকার হয়ে আগুনে স্পেল করলেন কাগিসো রাবাডা। বিরাট কোহলির উইকেট-সহ তাঁর ঝুলিতে চার শিকার। নবাগত মার্কো জানসেন তিন উইকেট নিয়েছেন। একটি করে উইকেট ডুয়ান অলিভিয়ের, লুনগি এনগিডি ও কেশব মহারাজ।

জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে প্রোটিয়াদের স্কোর   এক উইকেটে ১৭   ।

Post a Comment

0Comments

Post a Comment (0)