ভিসা বাতিল, অনিশ্চিত জকোভিচের খেলা

0

Satsakal.com

নাটকের পর নাটক। নোভাক জোকোভিচ বনাম অস্ট্রেলিয়ার প্রশাসন যেন শেষ হয়েও হচ্ছে না শেষ। দ্বিতীয় বারের জন্য বাতিল করে দেওয়া হল নোভাক জকোভিচের ভিসা। বিশেষ ক্ষমতা কাজে লাগিয়ে জকোভিচের ভিসা বাতিল করে দিলেন অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক। যার ফলে অস্ট্রেলিয়া ওপেনে জকোভিচের অংশ নেওয়ার সম্ভবনা আর নেই বললেই চলে। অ্যালেক্স জানিয়েছেন অস্ট্রেলিয়ার আইন বিধির ইমিগ্রেশন অ্যাক্টের ১৩৩সি (৩) ধারায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করে জকোভিচের ভিসা বাতিল করেছেন তিনি। শুধু তাই নয়, বিশেষ কারণ না দেখাতে পারলে আগামী ৩ বছর অস্ট্রেলিয়ায় ঢুকতে পারবেন না সার্বিয়ার টেনিস তারকা।  অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক এক বিবৃতিতে ভিসা বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বিবৃতিতে তিনি জানিয়েছেন, "জনস্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার সবার স্বাস্থ্যের কথা ভেবে জোকোভিচের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
মন্ত্রী আরও জানিয়েছেন যে প্রধানমন্ত্রী স্কট মরিসন সরকার অস্ট্রেলিয়ার সীমানা রক্ষার জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে কোভিড সংক্রান্ত বিষয়ে।
তাঁর ভিসা ফের বাতিল করা হতে পারে বলে আগে থেকেই হুশিয়ারি দিয়ে রেখেছিল অস্ট্রেলিয়া সরকার।
সেই হুশিয়ারিই বাস্তবে পরিণত হল। শুক্রবার অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মন্ত্রী অ্যালেক্স হক নিজের ব্যক্তিগত ক্ষমতা প্রয়োগ করে দ্বিতীয়বারের জন্য বাতিল করলেন সার্বিয়ান তারকার ভিসা।এর জেরে সোমবার  থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়ান ওপেনে জকোভিচের অংশগ্রহণ ঘিরে ফের সংশয়।
খেলার সম্ভাবনা একপ্রকার শেষই হয়ে গেলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নের। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করার জন্য পুনরায় কোর্টে যেতে হবে জোকারকে। সোমবার থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। তাই তাত্ক্ষণিক সেই চ্যালেঞ্জ না জিতলে খেলার সম্ভাবনা থাকছেই না তাঁর। আর এতো দ্রুত কোর্টে জোকারের আবেদনের নিষ্পত্তি হওয়ার সম্ভাবনাও খুব কম।অস্ট্রেলিয়া সরকার যে তদন্ত চালিয়েছে তাতে দেখা গিয়েছে অস্ট্রেলিয়া প্রবেশের সময় ভুল তথ্য দিয়েছিলেন সার্বিয়ান তারকা। ।ফলে এবার বিপাকে পড়তে পারেন সার্বিয়ান সুপারস্টার।জোকোভিচ খেলতে না পারলে অস্ট্রেলিয়ান ওপেনের সূচিতেও বড় পরিবর্তন হবে। তাঁকে শীর্ষবাছাই করে সূচি তৈরি হয়ে গিয়েছে। গ্র্যান্ড স্ল্যামের নিয়ম অনুযায়ী যেহেতু ড্র ঘোষিত হয়ে গিয়েছে এবং এখন যদি জোকোভিচ খেলতে না পারেন, তা হলে সূচিতে তাঁর জায়গায় থাকবেন পঞ্চম বাছাই আন্দ্রে রুবলেভ। টেনিস অস্ট্রেলিয়া কী করে গোটা পরিস্থিতি সামলাবে, তা এখনও পরিষ্কার নয়।

Post a Comment

0Comments

Post a Comment (0)