Satsakal.comএবার এসসি ইস্টবেঙ্গলের গোলরক্ষকের কোচের পদ থেকে ইস্তফা দিলেন লেস ক্লিভলি। এবং এর পরিবর্তে অরিন্দমদের নতুন গোলরক্ষক কোচ হলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক কোচ মিহির সাওয়ান্ত। রবিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানাল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।ইস্টবেঙ্গলে নয়া দায়িত্ব পেয়ে মিহির জানিয়ে দিয়েছেন, 'ভারতের অন্যতম বড় ক্লাব ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হতে পেরে ভাল লাগছে। আসন্ন চ্যালেঞ্জের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি। স্কোয়াডে বেশ কয়েকজন দারুণ গোলকিপার রয়েছেন। ওঁদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। আশা করছি দলের উন্নতিতে কাজে আসব।'
জানুয়ারির ১৯-এ ইস্টবেঙ্গল পরবর্তী ম্যাচে নামছে এফসি গোয়ার বিরুদ্ধে
এদিকে, লাল হলুদে নয়া সমাচার। চলতি আইএসএলের বাকি ম্য়াচ জন্য় ক্রিস্টাল প্যালেসের পাশাপাশি চেলসি, টটেনহ্যামের রিজার্ভ দলের গোলকিপিং কোচ হিসাবে কাজ করা লেসলি ক্লিভলি চলতি মরসুমের শুরুতেই এসসি ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন। তার প্রশিক্ষণে খেলা ১১টি ম্যাচে লাল হলুদ গোলরক্ষকরা ২০টি গোল হজম করেন। ম্যানুয়েল মানোলো দিয়াজ'কে সরানোর পর মারিও রিভেরা'কে প্রধান কোচ হিসাবে নিয়ে এসেছেন লাল হলুদ কর্তারা। আবশ্যিক নিভৃতবাস পর্ব মেটায় আগামী ম্যাচ থেকেই এসসি ইস্টবেঙ্গল ডাগ আউটে বসবেন মারিও।
এদিকে আপাতত সূচি মেনেই হবে আইএসএল। লিগ পিছোতে চাইছে না এফএসডিএল। ক্লাবগুলোর সঙ্গে আজ বৈঠকে বসে লিগ কর্তৃপক্ষ। নির্দিষ্ট সময়ের মধ্যে আইএসএল শেষ করতেই লিগ চালিয়ে যেতে অনড় লিগ কমিটি,। বেশির ভাগ দলেই করোনা প্রবেশ ঘটেছে। বাতিল হয়েছে একাধিক ম্যাচ। কিন্তু লিগ বন্ধ হচ্ছে না।
