বছরের শুরুতেই খেতাব জিতল রিয়াল

0

Satsakal.com স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
 এ নিয়ে ১২ বার সুপার কাপের শিরোপা গেল রিয়ালের ঘরে।বেঞ্জিমা আর লুকা মদরিচের দুই গোলে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আর তাতেই বার্নাব্যুর পথে মদরিচ-বেনজেমাদের সঙ্গী হয়েছে স্প্যানিশ সুপার কাপের ট্রফি।
সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে ফেভারিট রিয়ালের আক্রমণের ঝড় ছিল। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও পুরো শক্তি নিয়ে মাঠে নেমেছিলেন আনসেলোত্তি। মাঝমাঠে লুকা মদ্রিচ এবং টনি ক্রুস জুটির বাড়ানো মুহুর্মুহ ঠিকানা লেখা পাসে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠছিল জুনিয়র, রড্রিগো এবং করিম বেঞ্জিমার ত্রিমুখী আক্রমণ। ডিফেন্সিভ শিল্ডে দলকে মুড়ে ফেললেও দীর্ঘক্ষণ রিয়ালের আক্রমণকে ঠেকিয়ে রাখতে পারেনি মার্সেলিনহোর ছেলেরা।
ম্যাচের শেষের দিকে একটি ব্যবধান কমানোর সুযোগ ছিলো বিলবাওর সামনে। ৮৭ মিনিটের মাথায় প্রফেশনাল হ্যান্ডবল করে লাল কার্ড পেলেন রিয়েল ডিফেন্ডার এডার মিলিটাও। সেইসঙ্গে বিলবাওকে পেনাল্টিও দেওয়া হয়। তবে স্পট কিক নিতে গিয়ে বেলজিয়ান প্রাচীর থিবো কার্তুয়াকে পরাস্ত করতে পারেননি রাউল গার্সিয়া। শেষ পর্যন্ত ২-০ গোলে লীড ধরে রেখে সুপার কাপের খেতাব ঘরে তোলে কার্লো আনচেলোত্তির দল। 
ফের ছন্দে ফিরছে লিভারপুল। রবিবার ব্রেন্টফোর্ডকে ৩-০ হারিয়ে পয়েন্ট টেবলের দুই নম্বরে উঠে এল য়ুর্গেন ক্লপের দল।প্রথমার্ধের ৪৪ মিনিটে আলেক্সান্ডার আর্নল্ডের পাস থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্যাবিনহো। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে দ্বিতীয় গোলটি আসে লিভারপুলের স্কোর লাইনে। রবার্টসনের পাস থেকে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ২৮ বর্ষীয় ইংলিশ মিডফিল্ডার অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইন।ম্যাচের ৬৯ মিনিটে ব্যবধান বাড়ান অক্সলাডে চেম্বারলিন। অ্যান্ড্রু রবার্টসনের ক্রসে হেডে গোল করেন চেম্বারলিন। ৭৭ মিনিটে মিনামিনো ৩-০ করেন। ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দুই নম্বরে উঠে এল লিভারপুল। তিনে নেমে গেল চেলসি। এক ম্যাচ বেশি খেলে তাদের পয়েন্ট ৪৩। শীর্ষে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। পয়েন্ট ২২ ম্যাচে ৫৬।

Post a Comment

0Comments

Post a Comment (0)