একদিনের সিরিজের প্রস্তুতি শুরু ভারতের

0

Satsakal.com দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জেতার স্বপ্ন ইতিমধ্যেই অতীত। এ বার সামনে একদিনের সিরিজ। কোচ রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণে সেই সিরিজের প্রস্তুতিতে বোলান্ড পার্কে নেমে পড়ল ভারতীয় দল। একদিকে দলের কোচ রাহুল, অন্যদিকে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন আর এক রাহুল, কেএল।
বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় ওয়ান ডে সিরিজের আগে টিম ইন্ডিয়ার অনুশীলনের ছবি পোস্ট করা হয়। যদিও অনুশীলনের আগে টিম হাডলে কোচ-ক্যাপ্টেনের ক্রিকেটারদের উদ্দীপ্ত করার ছবিই দেখা যায় প্রথম দিনে। নতুন অধিনায়ক লোকেশ রাহুল ও কোচ দ্রাবিড়কে প্রয়োজনীয় নির্দেশ দিতে দেখা যায় টিম হাডলে। রয়েছেন বিরাট কোহলিও। তবে এক্ষেত্রে নির্বাক শ্রোতা তিনি।
বিরাটের পর ঠান্ডা মাথার বুমরাকে টেস্ট অধিনায়ক করার বিষয়ে আগ্রহী বোর্ড। লোকেশ রাহুল, ঋষভ পন্থের থেকে অধিনায়ক হিসেবে বুমরা এগিয়ে থাকছেন নির্বাচকদের গুড বুকে থেকে। ঠান্ডা মাথা, বুদ্ধিমান, পরিশ্রমী আর কোনওরকম বিতর্কে না থেকে বোর্ড কর্তাদেরও পছন্দের পাত্র বুমরা। বুমরা বলেন, "যদি সুযোগ পাই তাহলে অবশ্যই আমার কাছে সেটা বিরাট সম্মানের ব্য়াপার হবে। এরকম একজন প্লেয়ারকেও পাওয়া যাবে না যে, টেস্ট ক্যাপ্টেন হতে চাইবে না। আমি ব্যতিক্রম নই। আমার সেরাটুকু দিয়েই দলে অবদান রাখব। সেটা যেকোনও ভাবেই নেতৃত্ব দেওয়া হোক না কেন! পরিস্থিতি আমি সেভাবেই দেখি। দায়িত্ব নিয়ে প্লেয়ারদের সাহায্য় করার মানসিকতা আমার সবসময় ছিল এবং থাকবেও। যে কোনও পরিস্থিতিতেই তা বদলাবে না।"
অধিনায়ক হওয়ার দৌড়ে হিট ম্যানও রয়েছেন। বাধা একটাই, তাঁর ফিটনেস। 
রোহিত শর্মার পক্ষে সুখবর। তিনি চোট অনেকটাই সারিয়ে উঠেছেন। সব ঠিক থাকলে আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে তিনিই দেশকে নেতৃত্ব দেবেন।
ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা রওনা হওয়ার ঠিক আগে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত।
অনুশীলন করতে গিয়ে এই চোট পেয়েছিলেন তিনি।
৬ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ওডিআই ম্যাচ এবং ১৫ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরে হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছেন রোহিত। একই কারণে ২০২০-২১ অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারের সিরিজের পর প্রথম দুটি টেস্ট ম্যাচের জন্য তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল।

Post a Comment

0Comments

Post a Comment (0)