দ্রুত ঘোষণা নতুন টেস্ট অধিনায়কের

0

Satsakal.com বিরাট অতীত ।  ভারতীয় টিম ম্যানেজমেন্ট আগামী ১৫ দিনের মধ্যে ভারতীয় টেস্ট দলের জন্য অধিনায়ক খুঁজে নেবে।
রোহিত এবং কেল রাহুলের মধ্যেই একজন দায়িত্ব পাবেন। তিন ফর্মাটে একই অধিনায়ক রাখা হবে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে।এদিকে বিরাটের নেতৃত্ব ছাড়ার পর সোশ্যাল মিডিয়ায় ঝড়। বার্তা দিয়েছেন অনুষ্কা থেকে সৌরভ প্রত্যেকই।
ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার পরে কোহলীর জন্য বার্তা দিলেন অনুষ্কা। সেখানে তিনি লিখেছেন, তিনি জানেন কোহলীর মধ্যে অনেক খুঁত রয়েছে। কিন্তু তার পরেও ক্রিকেটের প্রতি তাঁর সদিচ্ছা সব সময় ছিল। তাই তাঁর সিদ্ধান্তের প্রশংসা করেছেন বিরাট-পত্নী।
কোহলীর উদ্দেশে অনুষ্কা লিখেছেন, 'তুমি ভান করতে পার না। এই গুণটাই তোমাকে আমার চোখে মহান করে তুলেছে। কারণ সবাই তোমার পবিত্র ইচ্ছাটাকে দেখতে পায়। কিন্তু সবাই সেটা বুঝতে পারে না। তারা সত্যিই ভাগ্যবান যারা তোমার চোখের গভীরে তোমার মনটা দেখতে পায়। তোমার মধ্যেও অনেক খুঁত রয়েছে। কিন্তু তুমি কোনও দিন সেগুলো লুকনোর চেষ্টা করনি। সব সময় সত্যের পাশে দাঁড়িয়েছ।'

বিরাটের এই সিদ্ধান্তের পরই সোশ্য়াল মিডিয়ার মাধ্য়ম বিসিসাই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায় লেখেন, ভারতীয় ক্রিকেট দলকে সমস্ত ফর্ম্য়াটে ভাল খেলার জন্য় অধিনায়ক হিসেবে একটি বড় পদক্ষেপ সব সময় নিয়েছে বিরাট কোহলি। অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি একান্তই বিরাটের ব্য়ক্তিগত ব্য়াপার। তবে বিসিসিআই এই সিদ্ধান্তকে সম্মান করে। বিরাট শুধু অধিনায়ই ছিলেন না, ছিলেন দলের অত্য়ন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য়। আগামী দিনের জন্য় বিরাটের প্রতি শুভেচছা রইল। বিরাট কোহলিই প্রথম ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন। শুক্রবার রাতেই বিরাট তাঁকে জানিয়েছিলেন যে তিনি টেস্টের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করছেন। এরপর তিনি  বোর্ডকে তার সিদ্ধান্তের কথা জানান। রাহুল দ্রাবিড়কে তার সিদ্ধান্তের কথা বলার পর বিরাট বিসিসিআই সেক্রেটারি জয় শাহের সাথে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে কথা বলেছিলেন এবং একই সময়ে তার পদত্যাগ গৃহীত হয়েছিল।

Post a Comment

0Comments

Post a Comment (0)