চলতি মরশুমের শেষেই অবসর, সানিয়া

0

Satsakal.com এই বছরের শেষেই টেনিস কেরিয়ারের ইতি টানছেন সানিয়া মির্জা। অস্ট্রেলিয়ান ওপেনে ডবলসের প্রথম রাউন্ডে বিদায় নেওয়ার পর এই কথা জানান সানিয়া। ২০১৩ সালে সিঙ্গলস থেকে অবসর নিয়েছিলেন সানিয়া। এরপর ডবলসে দুনিয়ার এক নম্বর খেলোয়াড় হয়েছিলেন ৩৫ বছরের সানিয়া। সানিয়া জানিয়েছে,"আমি ঠিক করেছি এটাই আমার শেষ মরসুম। এক একটা সপ্তাহ ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। জানি না সেটাও শেষ করতে পারব কিনা। কিন্তু আমি চাই এই মরসুমটা খেলতে।"' কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিয়ে ফেললেন ৩৫ বছরের গ্র্যান্ড স্লামজয়ী তারকা? সানিয়া জানাচ্ছেন, 'আমার শরীরের অবনতি ঘটছে। চোট লাগলে তা ঠিক হতেও অনেক বেশি সময় লাগছে এখন। বয়সের কারণেই হয়তো এমনটা হচ্ছে মনে হয়। তাছাড়া আমার ৩ বছরের বাচ্চাও রয়েছে। ওকে ছেড়ে সবসময় যেখানে-সেখানে চলে যাওয়াটাও বেশ ঝুঁকিপূর্ণ।' গ্র্যান্ডস্যামের ইতিহাসে সিঙ্গেলস সেভাবে দাগ কাটে না পারলেও, ডাবলস ও মিক্সড ডাবলসে ছটি গ্র্যান্ডস্যাম জিতেছেন সানিয়া।
এদিকে,
চোট কাটিয়ে আবারও পুরানো ছন্দে নাদাল। সহজেই অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে পৌচ্ছে গেলেন স্প্যানিশ টেনিস তারকা। বুধবার মেলবোর্ন পার্কে  জার্মানির ইয়ানিক হাফমানকে হারিয়ে দিলেন তিনি। ৬-২, ৬-৩, ৬-৪ ফলে জয় পেলেন স্প্যানিয়াড। জয় পেতে রাফা সময় নিলেন ২ ঘণ্টা ৪২ মিনিট।রজার ফেডেরার এবং নোভাক জকোভিচের অনুপস্থিতিতে বিশ্বের প্রথম টেনিস পুরুষ খেলোয়াড় হিসেবে ২১তম গ্র্যান্ড স্ল্যাম জেতার দিকে এগোচ্ছেন নাদাল।হেরে গেলেও নাদালের বিরুদ্ধে সীমিত ক্ষমতায় ভালই লড়াই করেছেন জার্মানির এই প্রতিপক্ষ। এদিন ম্যাচ শেষে নাদাল বলেন," প্রতিযোগিতা শুরুর আগে বলেছিলাম, সব কিছু নিখুঁত হবে না। কিন্তু যত ম্যাচ এগোচ্ছে, তত কোর্টে আরও ভাল ভাবে খেলতে পারছি । ঠিক পথেই এগোচ্ছি। যে পরিস্থিতি পেরিয়ে এসেছি, তারপরে আবার অস্ট্রেলিয়ান ওপেনে যে তৃতীয় রাউন্ডে খেলতে পারব, এটা একটা বড় ব্যাপার। আগামী পর্বেও জয়ের ধারা বজায় রাখতে মরিয়া।"
তবে বিদায় ঘটল বোপান্না-রজার জুটির। শুরুতেই খেলার গতি নষ্ট হয়ে যায় এবং শেষ পর্যন্ত তারা পরের রাউন্ডে পরাজিত হয়। এদিনের ম্যাচের ফল ৬-৩, ৬-৭(২), ২-৬। ম্যাচটি চলে এক ঘণ্টা ৪৮ মিনিট ধরে।

Post a Comment

0Comments

Post a Comment (0)