মারিওর হাত ধরে শাপমুক্তি

0

Satsakal.com এতদিন জয় অধরা ছিল। আর ইস্টবেঙ্গল সমর্থকদের চলতি মরশুমে প্ৰথমবারের মত হাসি ফুটিয়ে গেলেন মারিও রিভেরা। ইস্টবেঙ্গলের ডাগ আউটে প্ৰথমবার কোচের জোব্বা গায়ে চরিয়েই হারিয়ে দিলেন এফসি গোয়ার মত তারকা খচিত দলকে।
মারিও ম্যাজিকে জয়ের দেখা পেল লাল হলুদ।

 আইএসএলে প্রথম জয় পেল এসসি ইস্টবেঙ্গল। এফসি গোয়াকে হারাল ২-১গোলে। জোড়া গোল মহেশ সিং এর ।
৯ মিনিটের মাথায় নওরেমের গোলে এগিয়ে যায় লাল হলুদ। ৩৭ মিনিটে সমতা ফেরান আলবার্তো নগুয়েরা। ৪২ মিনিটে ফের এসসি ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন নওরেম।

আবার স্থগিত ম্যাচ। বৃহস্পতিবারের এটিকে মোহনবাগান বনাম কেরল ব্লাস্টার্স ম্যাচ এবার স্থগিত হয়ে গেল। রয় , শুভাশিস, প্রবীর ফিট হয়েছেন। কার্ল ম্যাক ফিট। এটিকে মোহনবাগানের ক্ষেত্রে কোনও সমস্যা ছিল না। কিন্তু কেরল ব্লাস্টার্স কোরোনা হানায় জেরবার। অদ্রিয়ান লুনা সহ একাধিক ফুটবলার আক্রান্ত। সকাল থেকেই চাপ বাড়াতে শুরু করে কেরল। তাঁরা লীগ শীর্ষে আছেন। কিছুতেই পয়েন্ট হারাতে চাইবেন না। 
 মোহনবাগানের পক্ষে আশার খবর হল, দলে ফিরেছেন সন্দেশ জিঙ্ঘন। ক্রোয়েশিয়ার ক্লাব এইচএনকে সিবেনিকের থেকে ছাড়পত্র পেয়ে সবুজ-মেরুনে যোগ দিয়েছেন তিনি। 

এএফসি এশিয়ান কাপে অভিযান শুরু করার আগেই ধাক্কা খেল ভারতীয় টিম। 
এএফসি এশিয়ান কাপ শুরুর আগে ভারতের মহিলা দলে করোনার হানা। দুই জনের রিপোর্ট পজেটিভ।  কাল থেকে নাভি মুম্বইতে এশিয়ান কাপ শুরু কালই ভারতের ম্যাচ আছে।
করোনায় আক্রান্ত হয়ে পড়লেন ভারতীয় দলের দুই সদস্য। তবে তাঁরা ফুটবলার কিনা, তা অবশ্য জানানো হয়নি। তবে সূত্রের খবর, ওই দুই সদস্যের একজন ফুটবলার। যাঁর আবার প্রথম একাদশে থাকার কথা। ওই দুই সদস্যকে আপাতত আইসোলেশনে রাখা হয়েছে। তবে টিমে করোনা ঢুকে পড়ায় আয়োজক দেশ হিসেবে কিছুটা চাপে রয়েছে ভারত।
তবে  ভারতের মহিলা ফুটবল দলের কোচ থমাস ডেনারবি সাংবাদিকদের মুখোমুখি হয়েভারতীয় দলের কোচ  বলেছেন এএফসি মহিলা এশিয়ান কাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে, ইরানের শক্তিশালী রক্ষণ ভাঙতে ভ। কিন্তু সেই স্বপ্নে করোনা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

Post a Comment

0Comments

Post a Comment (0)