ওপেনিং এ রাহুলের সঙ্গী নিয়ে ভাবনা

0

টেস্ট সিরিজ অতীত। বুধবার থেকে শুরু হচ্ছে ভারতের নতুন চ্যালেঞ্জ। একদিনের চ্যালেঞ্জ। টেস্ট সিরিজ হারের বদল নেওয়ার লড়াই। ভারতের একদিনের দলের নতুন ক্যাপ্টেন রোহিত শর্মা এই সিরিজে চোটের জন্য নেই। তাঁর অনুপস্থিতিতে  ভারতকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। ম্যাচের আগের দিন রাহুল জানিয়ে দিলেন তিনিই ওপেন করবেন। গত কয়েক মাসে বারবার তাঁকে মিডল অর্ডারে ব্যাট করতে হয়েছে। তবে বুধবার ওপেনই করছেন। তাঁর সঙ্গী ওপেনার কে? আলোচনা চলছে। শিখর ধাওয়ান না রুতুরাজ গায়কোয়াড় – চলছে অঙ্ক কষা। আইপিএল থেকে বিজয় হাজারে- তুখোড় ফর্মে ছিলেন তরুণ গায়কোয়াড়। অভিজ্ঞ ধাওয়ানের পরিবর্তে তাঁকে সুযোগ দেওয়া হয় কিনা সেদিকেই নজর সকলের। নিজের ওপেন করা নিয়ে অবশ্য কোনও ধোঁয়াশা রাখেননি রাহুল। ২০১৯ সালের ২৩ নভেম্বর শেষ বার শতরান করেছিলেন কোহলি। তার পর থেকে আর শতরানের দেখা নেই। 
কোহলির উত্তরসূরী হিসাবে তিনিও রয়েছেন লড়াইয়ে। খুব স্বাভাবিকভাবেই কেএল রাহুলকেও একই প্রশ্নের সামনে দাঁড়াতে হল। রাহুলও রাখ ঢাক না করেই জানিয়ে দিলেন, ভারতের টেস্ট দলের নেতৃত্বের দায়িত্ব পেলে নিজের সেরাটা দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। রাহুল বলেন, দেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন সবারই থাকে। তিনিও তার ব্যতিক্রম নন। তবে এই মুহূর্তে সেটা নিয়ে ভাবছেন না। যদি দায়িত্ব আসে তখন নিজেকে উজাড় করে দেবেন।
বিরাট কোহলির পর ভারতের টেস্ট ক্যাপ্টেন কে? এটাই এখন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে আলোচিত বিষয়। বিভিন্ন নাম উঠে আসছে। বিভিন্ন নাম নিয়ে আলোচনা চলছে। প্রাক্তন ক্রিকেটাররাও জানাচ্ছেন তাঁদের মতামত। যেমন সুনীল গাভাসকর ও যুবরাজ সিং মনে করেন ঋষভ পন্থকে টেস্টের নেতৃত্ব দেওয়া উচিত। 

আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কার লখনৌ ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হচ্ছেন কেএল রাহুল। আগামী ১২ ও 
রিপোর্ট অনুসারে, কেএল রাহুলকে ১৫ কোটি টাকা, মার্কাস স্টয়নিসকে ১১ কোটি টাকা এবং রবি বিষ্ণোইকে ৪ কোটি টাকা দেওয়া হয়েছে, যার মানে লখনউ ফ্র্যাঞ্চাইজি আইপিএল ২০২২ মেগা নিলামে ৬০ কোটি টাকার একটি পার্স নিয়ে প্রবেশ করবে।রাহুল গত দুই মরসুম পঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন। কিন্তু তিনি আর পঞ্জাবে থাকতে চান না। এই খবর জানার পর থেকেই রাহুলকে অধিনায়ক করে আনার চেষ্টা চালাচ্ছিল সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি। কোচ, ক্যাপ্টেন থেকে সাপোর্ট স্টাফ—ঘর ভালই গুছিয়ে নিয়েছেন গোয়েঙ্কারা।
অনেক পরে শুরু করেও লখনউকে টপকে গিয়ে অনেক দ্রুত দল গুছিয়ে ফেলেছে আমদাবাদ। তিন ক্রিকেটারকে অনেক বড় অঙ্কেই সই করিয়েছে তারা। হার্দিক ও রশিদ দুজনই গত মরসুমে খেলেছেন ১১ কোটি টাকায়। ৪ কোটি বেড়ে এবার দুজনের বেতন হতে চলেছে ১৫ কোটি। অন্যদিকে ১ কোটি ৮০ লক্ষ টাকায় গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন শুভমন। এবার তিনি পেতে চলেছেন ৭ কোটি টাকা।

Post a Comment

0Comments

Post a Comment (0)