অস্ট্রেলিয়া ওপেন, শুরুতেই ছন্দে নাদাল

0

Satsakal.com সোমবারই শুরু হল অস্ট্রেলিয়ান ওপেন। আর প্রথম রাউন্ডেই আমেরিকার মার্কোস গিরনকে স্ট্রেট সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলেন নাদাল। 
সোমবার রড লেভার এরিনায় শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখালেন এই স্প্যানিশ সুপারস্টার।
তাঁর পাওয়ার টেনিসের সামনে উড়ে গেলেন আমেরিকার মার্কোস জিরোন। খেলার ফলাফল নাদালের পক্ষে। প্রথম রাউন্ডেই ৬-১, ৬-৪, ৬-২ গেমে নাদাল তাঁর বিপক্ষকে হেলায় হারালেন।এই বছর জোকোভিচ নেই। চোটের জন্য খেলতে আসেননি রজার ফেডেরারও। এই পরিস্থিতিতে নাদালের এই টুর্নামেন্ট জয়ের সম্ভাবনা অনেকটাই বেশি। সোমবার শুরুটাও বেশ আক্রমণাত্মক মেজাজেই করলেন স্প্যানিশ তারকা। আসলে এই টুর্নামেন্টটা নাদালের কাছেও গুরুত্বপূর্ণ। দীর্ঘ দিন তিনি গ্র্যান্ড স্লাম জেতেননি। স্প্যানিশ তারকা যে ফুরিয়ে যাননি, তা প্রমাণ করার জন্যই নেমেছেন অস্ট্রেলিয়ান ওপেনে।
অন্যদিকে মহিলাদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে জয় পেলেন অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি। মাত্র ৫৪ মিনিটের লড়াই শেষে ইউক্রেনের প্রতিদ্বন্দ্বীকে স্ট্রেট সেটে হারিয়ে দেন অস্ট্রেলিয়ার এই টেনিস সুন্দরী। খেলার ফল বার্টির পক্ষে ৬-০, ৬-১। ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন জিতলেও এখনও অস্ট্রেলিয়ান ওপেন জয়ের সৌভাগ্য হয়নি। সেই লক্ষ্যেই এগোচ্ছেন বার্টি। প্রথম ম্যাচে জয় পেলেন প্রতিযোগিতার ১৩ তম বাছাই জাপানের নাওমি ওসাকাও। কলম্বিয়ার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ৬-৩, ৬-৩ স্ট্রেট সেটে জয় পান তিনি।

এদিকে,অস্ট্রেলিয়ান ওপেনে খেলা হয়নি নোভাক জকোভিচের। অস্ট্রেলিয়া ছেড়ে জকোভিচ পৌঁছেছেন দুবাই। তবে জকোভিচের কেরিয়ারে জটিলতা আরও বাড়তে চলেছে। অস্ট্রেলিয়ান ওপেনের পর হয়তো ফরাসি ওপেনের দরজাও বন্ধ হয়ে যেতে চলেছে তাঁর জন্য।
ফ্রান্সের ক্রীড়ামন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, করোনার ভ্যাকসিন না নিলে ফরাসি ওপেনে অংশ নিতে পারবেন না সার্বিয়ান তারকা।

Post a Comment

0Comments

Post a Comment (0)