Satsakal.com২০২১ সালে ফিফার বর্ষসেরা খেলোয়াড় ২০২১ সালের 'দ্য বেস্ট' হয়েছেন রবার্ট লেওয়ানডস্কি। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকাজয়ী লিওনেল মেসি ও লিভারপুলের মোহাম্মদ সালাহকে হারিয়ে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার পেলেন পোল্যান্ডের স্ট্রাইকার লেভানডফস্কি। বিশ্বজুড়ে জাতীয় দলগুলোর কোচ, অধিনায়ক, সাংবাদিক ও ভক্তদের ভোটে টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতলেন লেভানডফস্কি।লেওনডস্কি বলেছেন, 'এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই পোলান্ড জাতীয় দলের সমস্ত সতীর্থকে, যারা না থাকলে আমি এই উচ্চতায় পৌঁছতে পারতাম না। তার পরে ধন্যবাদ জানাব বায়ার্ন মিউনিখ দলের ফুটবলার এবং সাপোর্ট স্টাফকে, যাঁরা আমাকে আরও ক্ষুরধার করে তুলেছেন।'২০২১ বর্ষসেরা ফুটবলারের মনোনীত তালিকায় প্রথম তিন নম্বর স্থানে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে ফিফার বিশেষ পুরস্কার জিতে নিলেন পর্তুগিজ সুপারস্টার।বর্ষসেরা কোচ হলেন চেলসির টমাস টুসেল।আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পুরস্কার পেলেন সিআরসেভেন। এদিন সুইজারল্যান্ডের জুরিখে সোমবার রাতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার 'দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস' অনুষ্ঠানে এই বিশেষ পুরস্কার পান রোনাল্ডো।পুরস্কার পেয়ে তিনি বলেন,"আমি খুবই খুশি। এটা আমার জন্য বিশেষ পুরস্কার। অত্যন্ত গর্বিত। দারুণ কৃতিত্ব। কখনও ভাবিনি আমি একদিন বিশ্বের এক নম্বর হব এবং সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হব।"রোনাল্ডো আর্ন্তজাতিক ফুটবলে পুরুষদের মধ্য়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ায় পেয়েছেন ফিফার বিশেষ পুরস্কার। ইরানের আলি দাইকে (১০৯) টপকে সিআর সেভেন এখন মগডালে। পর্তুগালের হয়ে তাঁর করা হয়ে গিয়েছে ১১৫টি গোল।
ফিফার বর্ষসেরা ফুটবলার ছাড়াও এদিনের অনুষ্ঠানে আরও একাধিক পুরষ্কার দেওয়া হয়েছে। মহিলা বিভাগে বর্ষসেরা হলেন বার্সেলোনার আলেক্সিয়া পুতেয়াস, যিনি ব্যালন ডি'ওর-ও পেয়েছেন। ফিফার বর্ষসেরা পুরুষ গোলরক্ষক হয়েছে এডুয়ার্ড মেন্ডি। বর্ষসেরা মহিলা গোলরক্ষক হয়েছেন ক্রিস্টিয়ান এন্ডলার। । ফিফার বর্ষসেরা সেরা মহিলা কোচের তকমা দেওয়া হয়েছে এমা হায়েসকে। ফিফার ফেয়ার প্লে অ্য়াওয়ার্ড পেয়েছে ডেনমার্কের জাতীয় ফুটবল দল। এছাড়া ফিফার তরফ থেকে পুস্কাস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এরিক লামেলাকে।
